1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশভেদে একই অঙ্গভঙ্গির অর্থ আলাদা

১০ ডিসেম্বর ২০২২

কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে ফিফার একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে হাত দিয়ে মুখ ঢেকে ছবি তুলেছিলেন জার্মান ফুটবলাররা৷ কিন্তু কাতারে এই অঙ্গভঙ্গির অর্থ আলাদা হওয়ায় কাতারিরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি৷

https://p.dw.com/p/4KjFO
কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে ফিফার একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে হাত দিয়ে মুখ ঢেকে ছবি তুলেছিলেন জার্মান ফুটবলাররা
কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে ফিফার একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে হাত দিয়ে মুখ ঢেকে ছবি তুলেছিলেন জার্মান ফুটবলাররাছবি: Pressebildagentur ULMER/picture alliance

কাতারসহ আরব দেশগুলোতে মুখের সামনে হাত রাখার অর্থ হচ্ছে, যা বলা হয়েছে তা ফিরিয়ে নেয়া কিংবা এমন এক প্রতিক্রিয়া যা দিয়ে বোঝানো হয় যে, নির্দিষ্ট কিছু শব্দ উচ্চারণ করা উচিত হয়নি৷

সে কারণে জার্মানি প্রথম পর্ব থেকে বাদ পড়ার পর কাতারের টিভি ধারাভাষ্যকাররা জার্মানিকে নিয়ে হাসাহাসি করেছেন৷ তারা জার্মানির দ্বৈত নীতির বিষয়টিও উল্লেখ করেন৷ মানবাধিকার রেকর্ডের কারণে একদিকে জার্মানি কাতারের সমালোচনা করেছে, অন্যদিকে জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক কাতারের সঙ্গে জ্বালানি চুক্তি সই করেছেন৷

থাম্বস আপ

জার্মানিসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশে হাতের বৃদ্ধাঙ্গুল তুলে ধরাতে কোনোকিছুর অনুমোদন দেয়া বোঝায়৷ কিন্তু অস্ট্রেলিয়া এবং আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে এমন অঙ্গভঙ্গি পুংলিঙ্গ হিসেবে বোঝায়, অর্থাৎ কাউকে অশ্লীলভাবে অপমান করা বোঝায়৷ তুরস্কে এই অঙ্গভঙ্গির মাধ্যমে কাউকে যৌনকর্মে লিপ্ত হতে আহ্বান জানানো বোঝানো হয়৷

 পশ্চিমা বিশ্বের অনেক দেশে হাতের বৃদ্ধাঙ্গুল তুলে ধরাতে কোনোকিছুর অনুমোদন দেয়া বোঝায়
পশ্চিমা বিশ্বের অনেক দেশে হাতের বৃদ্ধাঙ্গুল তুলে ধরাতে কোনোকিছুর অনুমোদন দেয়া বোঝায়ছবি: Thibault Camus/Pool/AP/picture alliance

তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির বৃত্ত

জার্মানিসহ অনেক দেশে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি মিলিয়ে বৃত্ত তৈরি করে কারও প্রশংসা করা বোঝায়৷ যেমন রেস্টুরেন্টে গিয়ে খাবার ভালো লাগার বিষয়টি এভাবে বোঝানো হয়৷ কিন্তু শেফ যদি বেলজিয়ান বা তুর্কি হয় তাহলে তারা এটিকে অপমান হিসেবে ধরতে পারেন৷ কারণ তাদের কাছে এর মানে হচ্ছে ‘শূন্য' বা এমনকিছু যার কোনো মূল্য নেই৷

অনেক দেশে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি মিলিয়ে বৃত্ত তৈরি করে কারও প্রশংসা করা বোঝায়
অনেক দেশে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি মিলিয়ে বৃত্ত তৈরি করে কারও প্রশংসা করা বোঝায়ছবি: Reinhard Dirscherl/imageBROKER/picture alliance

আর আরব দেশে এই চিহ্ন দেখানোর অর্থ হুমকি দেয়া৷ কাউকে বলা, ‘খেয়াল রেখ, নইলে আমি তোমাকে মারব৷’

জাপানিদের কাছে এই চিহ্নের মানে টাকাপয়সা৷

দক্ষিণ ইউরোপ, ব্রাজিল ও রাশিয়াতেও এটি অপমানজনক চিহ্ন হিসেবে বিবেচিত হয়৷

বাংলাদেশ, ভারতে এটি জয়সূচক চিহ্ন হিসেবে দেখা হয়
বাংলাদেশ, ভারতে এটি জয়সূচক চিহ্ন হিসেবে দেখা হয়ছবি: Federico Gambarini/dpa/picture alliance

‘ভি’ সূচক চিহ্ন

উপরে ছবিতে যে চিহ্ন দেখা যাচ্ছে বাংলাদেশ, ভারতে সেটি জয়সূচক চিহ্ন হিসেবে দেখা হয়৷ কিন্তু শুধু যদি হাতের তালুটি উলটে যায় তাহলে ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাল্টায় তার অর্থ পালটে হয়ে যায় ‘দূর হও’৷

মাথা উপর-নিচ করা

মাথা উপর-নিচ করার মানে বেশিরভাগ দেশে ‘হ্যাঁ’৷ কিন্তু আবর বিশ্ব, তুরস্ক ও গ্রিসে এর অর্থ ‘না’৷

সুজান কর্ডস/জেডএইচ

নাচের তালে ট্রাফিক সিগনাল

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সোনার চারাচালান রুখতে রুয়ান্ডা আর সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে কাজ শুরু করেছে৷ সোনার খনি থেকে সোনা পাচার বন্ধ করতে যৌথ এ উদ্যোগের নামই প্রিমেরা গোল্ড৷ স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা আনাই প্রিমেরা গোল্ডের মূল উদ্দেশ্য৷
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান