দেবারতি গুহ
debarati_guhaদেবারতি গুহ এশিয়া বিভাগের পরিচালক৷ কলকাতা-ঢাকায় শৈশব-কৈশোর কাটানোর পর তিনি নতুন দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং এমফিল ডিগ্রি লাভ করেন৷
পরে জার্মান দৈনিক ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং-এর সঙ্গে কর্মরত থাকেন৷ ডিডাব্লিউ-তে বেতার, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকতায় প্রশিক্ষণ নেন দেবারতি৷ ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়কারী সম্পাদক ছিলেন৷ পরবর্তীতে এশিয়া বিভাগের দায়িত্ব নেয়ার আগে কয়েক বছর তিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন৷