1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেবারতি গুহ

২৯ মে ২০১৭

ছোটবেলায় তাঁর স্বপ্ন ছিল একটি সাইকেলের, যেটাতে চড়ে অনেকটা ডানা মেলে ওড়া যায়৷ কিন্তু সেসময় তাঁর হাতে শিক্ষিত বাবা-মা তুলে দিয়েছিলেন সেলাই মেশিন৷ দেবারতি গুহ শোনাচ্ছেন সেই গল্প৷

https://p.dw.com/p/2dkYF

বাংলাদেশ ও ভারতের মানুষের ভয়-উৎকণ্ঠা নিয়ে বিশ্ববাসী জানতে পারছে-এটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ৷ কলকাতায় জন্মগ্রহণ করলেও তাঁর মা-বাবা এসেছেন বাংলাদেশ থেকে৷ সুতরাং তিনি নিজেকে বাঙালি ভাবতেই বেশি পছন্দ করেন৷ একজন আইনজীবীর সন্তান হিসেবে খুব ছোটো বেলা থেকেই তিনি মনে মনে এক লড়াকু স্পৃহা পুষেছেন৷ এ সময় তাঁর আগ্রহ জন্মায় রাজনীতিতে৷ ২০০৫ সাল থেকে তিনি জার্মানিতে বাস করছেন৷ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স এবং এমফিল ডিগ্রি অর্জন করেন৷ ‘ফ্রাংকফুর্টার আলগেমেইনে সাইটুং’-এর এশিয়া প্রতিনিধি সঙ্গে কাজ করেন নতুন দিল্লিতে৷ পরে তিনি ডয়চে ভেলেতে অনলাইন, রেডিও এবং টিভি সাংবাদিকতায় প্রশিক্ষণ গ্রহণ করেন৷ ২০১৩ সাল থেকে এখানে বাংলা বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন দেবারতি গুহ৷