দূষণ চরমে, দিল্লিতে নির্মাণ বন্ধ, ঘরে থেকে কাজ করার অনুরোধ
এই নিয়ে পরপর তিনদিন ধরে দিল্লির একিউআই গড়ে চারশর উপরে। তাই শুক্রবার থেকে বেশ কিছু ব্যবস্থা নিলো প্রশাসন।
বায়ুদূষণের তালিকায় বিশ্বে দ্বিতীয়
বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লির স্থান দুই নম্বরে। এক নম্বরে আছে পাকিস্তানের লাহোর। পরপর তিন দিন ধরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) গড়ে চারশোর উপরে। শুক্রবার সকালে তা অনেকখানি বেড়ে যায়। একটু বেলা গড়ালে তা কিছুটা কমে। ফলে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন ৩ প্ল্যান চালু করা হয়েছে।
একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা
গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান(জিআরএপি)-র চারটি পর্যায় আছে। একিউআই চারশ থেকে পাঁচশ হলে তিন নম্বর পর্যায় চালু হয়। এর ফলে অত্যন্ত জরুরি সরকারি ক্ষেত্র ছাড়া অন্য জায়গায় নির্মাণ বন্ধ থাকে। মাটি কাটার কাজ করা যায় না। ধুলো ধোঁয়া হয় এমন কোনো কাজ করা যায় না। শুক্রবার সকাল আটটা থেকে এই পর্যায় চালু করা হয়েছে।
প্রাথমিক স্কুল অনলাইনে
জিআরএপি ৩ চালু হওয়ায় সব স্কুলের প্রাথমিক বিভাগে অনলাইন ক্লাস চালু হয়েছে। বাচ্চারা যাতে এই দূষণের মধ্যে বাইরে না থাকে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
কাঠ ও কয়লা পোড়ানোয় নিষেধাজ্ঞা
এখন কেউ কাঠ বা কয়লা পোড়াতে পারবেন না। দিল্লিতে শীতের সময় কাঠ জ্বালিয়ে শরীর গরম রাখার একটা অভ্যাস আছে। বিশেষ করে সরকারি বা বেসরকারি রক্ষী যারা বাইরে সারারাত কাজ করেন, তারা এভাবেই শীতের হাত থেকে বাঁচেন। আর পোশাক ইস্তিরি যারা করেন তারা কয়লার ইস্তিরি ব্যবহার করেন।
ডিজেল গাড়ির ক্ষেত্রে
দূষণের ক্ষেত্রে ভারত-তিন ও ভারত-চার পর্যায়ের ডিজেল গাড়ি এখন দিল্লিতে চলবে না। তাছাড়া বাইরে থেকে কোনো ডিজেল বাস দিল্লির ভিতরে ঢুকতে পারবে না। দিল্লির ভিতরে সিএনজি বা ইলেকট্রিক বাসই চলে। তাছাড়া দিল্লির ভিতরে সিমেন্টের বস্তাও কোথাও নিয়ে যাওয়া যাবে না।
দিল্লিবাসীকে অনুরোধ
দিল্লিবাসীদের বলা হয়েছে, তারা যেন পারলে ওয়ার্ক ফ্রম হোম করেন। বাইরে গেলে মেট্রো বা গণপরিবহন ব্যবহার করেন। একান্তই গাড়ি বের করতে হলে কার পুল করেন।
গ্যাস চেম্বার
দিল্লিতে দূষণ যখন চরমে ওঠে তখন রাজধানী গ্যাস চেম্বার হয়ে ওঠে বলে অভিযোগ করা হয়। সেসময় এখানকার দূষণে একদিন থাকা মানে দিনে ৫০টা সিগারেট খাওয়ার সমান বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।