dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
লাদাখের গালওয়ান ঘিরে চলছে ভারতী-চীনের সীমান্ত উত্তেজনা৷ এমনিতেই দুর্গম, তার উপর এই পরিস্থিতিতে সেখানে সাধারণের যাতায়ত নিষিদ্ধ৷ তবে ডয়চে ভেলের স্যমন্তক ঘোষ চেষ্টা করেছেন সংঘাতময় সেই জায়গাটির কাছাকাছি পৌঁছানোর৷ তুলে এনেছেন সেখানকার থমথমে পরিস্থিতির এক্সক্লুসিভ চিত্র৷