চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দুই হাজার ২৯০ কোটি টাকার যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিল ভারত। সেনার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন অস্ত্রের মধ্যে গুরুত্ব দেয়া হচ্ছে স্থল সেনার অ্যাসল্ট রাইফেলের উপর।
ভারত-চীন সীমান্তে এখনো উত্তেজনা তুঙ্গে। সেনা বাহিনীর সর্বশেষ দ্বিপাক্ষিক বৈঠকেও সমাধানসূত্র মেলেনি। লাদাখে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে দুই দেশই। এই পরিস্থিতির মধ্যেই বিপুল পরিমাণ অস্ত্র কেনার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। দীর্ঘ দিন ধরেই সমরাস্ত্রের আধুনিকীকরণের দাবি জানাচ্ছিল সেনা বাহিনী। সে কথা মাথায় রেখেই এ বার বিপুল পরিমাণ অস্ত্র কেনার অনুমতি দেয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের সূত্র জানিয়েছে।
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
পিডাব্লিউআর ব়্যাঙ্কিং
সামরিক শক্তির এই ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে চীন৷ যুক্তরাষ্ট্র আর রাশিয়ার ঠিক পরে, অর্থাৎ তিন নাম্বারে আছে চীন আর ভারত আছে চার নাম্বারে৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
সক্রিয় সেনাসদস্য
১৩৮ টি দেশের মধ্যে পিআরডাব্লিউ ইনডেক্সে তৃতীয় স্থানে থাকা চীনের মোট ২১ লক্ষ ২৩ হাজার সেনাসদস্য রয়েছে, ভারতের রয়েছে ১৪ লক্ষ ৪৪ হাজার সেনাসদস্য৷ তবে রিজার্ভ সৈন্যর সংখ্যায় ভারত এগিয়ে৷ চীনের পাঁচ লাখ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
প্রতিরক্ষা বাজেট
প্রতিরক্ষা খাতে চীনের বাজেট ২৩৭০ কোটি ডলারের এবং ভারতের ৬১০ কোটি ডলারের৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
এয়ারক্রাফট
এখানেও চীন এগিয়ে৷ চীনের ৩২১০টির বিপরীতে ভারতের রয়েছে ২১২৩টি এয়ারক্রাফট৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
যুদ্ধজাহাজ
চীনের ৭৭৭টি আর ভারতের রয়েছে ২৮৫টি যুদ্ধজাহাজ৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
যুদ্ধবিমান
চীনের যুদ্ধবিমান ভারতের দ্বিগুণেরও বেশি৷ চীনের ১২৩২টি আর ভারতের ৫৩৮টি৷ (প্রতীকী ছবি)
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
হেলিকপ্টার
চীনের আছে ৯১১টি হেলিকপ্টার আর ভারতের ৭২২টি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
ট্যাঙ্ক
ভারতের ট্যাঙ্ক চীনের চেয়ে অনেক বেশি৷ চীনের আছে ৩৫০০টি ট্যাঙ্ক আর ভারতের ৪২৯২টি৷ ওপরে চীন, রাশিয়া ও ইরানের যৌথ মহড়ার ছবি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
সাঁজোয়া যান
চীনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার, ভারতের আট হাজার ৬৮৬৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
স্বয়ংক্রিয় আর্টিলারি
এখানে দু দেশের তুলনাই হয় না৷ চীনের আছে ৩৮০০, ভারতের মাত্র ২৩৫৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
ফিল্ড আর্টিলারি
এখানে ভারত কিছুটা এগিয়ে৷ চীনের ৩৮০০-র বিপরীতে তাদের রয়েছে ৪০৬০টি ফিল্ড আর্টিলারি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
রকেট প্রজেক্টর
চীনের ২৬৫০, ভারতের ২৬৬৷ সুতরাং এখানে চীন প্রায় দশগুণ এগিয়ে৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
সাবমেরিন
সাবমেরিনের সংখ্যার দিক থেকেও ভারত অনেক পিছিয়ে৷ চীনের ৭৪টির বিপরীতে ভারতের আছে ১৬টি সাবমেরিন৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
বিমানবাহী জাহাজ
চীনের ২টি, ভারতের ১টি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
ডেস্ট্রয়ার
চীনের ৩৬টি, অন্যদিকে ভারতের ১০টি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
ফ্রিগেট
চীনের ৫২, ভারতের তার ঠিক চার ভাগের এক ভাগ, অর্থাৎ ১৩টি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
রণতরি
রণতরি চীনের ৫০টি, ভারতের ১৯টি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
উপকূলীয় টহল
চীনের ২২০, ভারতের ১৩৯৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
বিমানবন্দর
চীনের আছে মোট ৫০৭টি বিমানবন্দর আর ভারতের ৩৪৭টি৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
নৌবন্দর এবং টার্মিনাল
বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন প্রায় সব জায়গার মতো এখানেও দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশের চেয়ে এগিয়ে৷ চীনের২২টির বিপরীতে তাদের রয়েছে মোট ১৩টি বন্দর ও টার্মিনাল৷
-
চীন-ভারত: সামরিক শক্তিতে কে কত এগিয়ে
ভারতের বহরে রাফাল
২০১৬ সালে ফ্রান্সে গিয়ে রাফাল যুদ্ধ বিমান চুক্তিতে সই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৩৬টি বিমান ফ্রান্সের থেকে কেনার চুক্তি হয়েছিল। এরমধ্যে বুধবার ভারতে পৌঁছেছে নতুন পাঁচটি যুদ্ধ বিমান। সেগুলোকে লাদাখে পাঠানোর কথা রয়েছে৷ চীন-ভারত সংঘাতের কারণে আপাতত সেখানেই রাখা হবে বিমানগুলিকে। এরপর আসবে হ্যামার মিসাইলও।
সেনা সূত্র জানাচ্ছে, অ্যামেরিকার কাছ থেকে প্রায় ৭২ হাজার অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত। মূলত চীন এবং পাকিস্তান সীমান্তে যে সেনারা মোতায়েন আছেন, তাঁদেরকেই এই রাইফেল দেওয়া হবে। এখনও পাকিস্তান এবং চীন সীমান্তের সেনাদের হাতেই সব চেয়ে আধুনিক অস্ত্র আছে। কিন্তু তাঁদের কাছে যে রাইফেল আছে, তা পুরনো হয়ে গিয়েছে বলে বেশ কিছু দিন আগেই সেনা জানিয়েছিল। সে কথা মাথায় রেখেই অত্যাধুনিক রাইফেল কেনার পরিকল্পনা করা হয়েছে।
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
রাশিয়ার কাছে সবচেয়ে বেশি
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা যুদ্ধেও এই অস্ত্র ব্যবহার করেছে৷ দেশটির কাছে এখন ৫,৮০০ টি পারমাণবিক বোমা রয়েছে৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
চীনও পিছিয়ে নেই
৩২০টি পারমাণবিক বোমা আছে চীনের৷ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে৷ যেমন ২০১৯ সালেই তাদের কাছে ২৯০ টি বোমা ছিল৷ স্থল, আকাশ বা সমুদ্রপথে সেগুলো ছোঁড়া সম্ভব৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
সাবমেরিনে পারমাণবিক বোমা
ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ২৯০টি৷ এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা
২১৫টি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান
ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির আছে ১৬০টি আণবিক বোমা৷ সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
থেমে নেই ভারত
পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে ভারতও৷ দেশটি প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ সিপ্রির তথ্য অনুযায়ী, তাদের কাছে এখন ১৫০টি বোমা রয়েছে৷ ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
ইসরায়েল সম্পর্কে তথ্য কম
ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না৷ যদিও দেশটির নব্বইটি পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে উল্লেখ করেছে সিপ্রি৷
-
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
উত্তর কোরিয়া সবার নীচে
পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা অবলম্বন করে উত্তর কোরিয়াও৷ এখন দেশটির কাছে থাকা বোমার সংখ্যা আনুমানিক ৩০ থেকে ৪০টি৷
লেখক: ওংকার সিং জনোটি/আরাফাতুল ইসলাম
রাইফেল ছাড়াও স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন সিস্টেম কেনা হবে বলে জানা গিয়েছে। মূলত নৌসেনার হাতে ওই অস্ত্র তুলে দেওয়া হবে। বায়ুসেনাকেও দেওয়া হবে এই অস্ত্র। ভারতের হাতে এখনও অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন আছে। কিন্তু ৯৭০ কোটি টাকা ব্যয় করে যে নতুন অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন কেনা হচ্ছে, তা অনেক বেশি শক্তিশালী বলে সেনা সূত্র জানিয়েছে। অ্যাসল্ট রাইফেল কিনতে খরচ হচ্ছে ৭৮০ কোটি টাকা।
২০১৭ সাল থেকেই ভারতীয় স্থল বাহিনীর আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। লাইট মেশিন গান, রাইফেল, কারবাইন বদলানো হচ্ছে। এ বারেও রাইফেলের পাশাপাশি আধুনিক মেশিন গান এবং কারবাইন কেনা হচ্ছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে উন্নত রেডিও সেটও কেনা হচ্ছে। সিমলেস ওই রেডিও সেটের ট্রান্সমিশন সীমান্তে বিপক্ষের সেনারা ট্র্যাক করতে পারবে না বলে সেনা সূত্র জানিয়েছে।
পাকিস্তান এবংচীন দুই সীমান্তেই আপাতত উত্তেজনা তৈরি হয়ে আছে। পাক সীমান্তে মাঝে মধ্যেই গোলাগুলি চলছে। যদিও এখনও পর্যন্ত তাতে কারও মৃত্যু হয়নি। লাদাখ সীমান্তে তীব্র উত্তেজনা অব্যাহত। লাদাখে বিপুল পরিমাণ অস্ত্র এবং সেনা মজুত করা হয়েছে। নতুন অস্ত্র সেনার মনোবল আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
এসজি/জিএইচ (পিটিআই)