1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পরামর্শ

১১ মার্চ ২০২২

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে অংশ নেয়া দুই আলোচক আগামী ১৫ দিনের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকারকে কিছু পরামর্শ দিয়েছেন৷ তারা মনে করছেন, সরকার চাইলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব৷

https://p.dw.com/p/48NgW
ছবি: DW

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন৷ কিন্তু জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনে করছেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত দাম নিয়ন্ত্রণ সহজ হবে না৷ তবে তিনি বলেন, ‘‘সরকার দ্রুত ঠিক করতে পারে যে, আমরা জনগণকে ১০০ টাকায় সয়াবিন তেল দিব৷ সেক্ষেত্রে আমদানিকারকদের সঙ্গে কথা বলতে হবে৷ তাদের যদি ১২০ টাকা খরচ হয় তাহলে তাদের পাঁচ টাকা লাভ দিয়ে ১২৫ টাকায় সরকার তেল কিনে নিবে৷ তারপর সরকার এটা ন্যায্যমূল্যের চেয়ে কম দাম বিক্রি করবে৷''

কিন্তু এমন পরিকল্পনা বাস্তবায়নের মতো ব্যবস্থাপনা এই মুহূর্তে সরকারের আছে কিনা এবং সেটা বাস্তবায়ন সম্ভব কিনা জানতে চাইলে পাটোয়ারী বলেন, ‘‘অবশ্যই সম্ভব৷'' 

দাম নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অসাধু ব্যবসায়ী থাকলে তাকে তো চিহ্নিত করতেই হবে৷ কিন্তু সমস্যা হচ্ছে সরকার আর ব্যবসায়ী এক হয়ে গেছে৷ আমরা বিএনপির আমলেও দেখেছিলাম পেঁয়াজের সিন্ডিকেট নিয়েছিল এক ব্যক্তি, মরিচের সিন্ডিকেট নিয়েছিল এক ব্যক্তি, রসুনের সিন্ডিকেট নিয়েছিল আরেক ব্যক্তি৷ সরকার অবশ্যই সিন্ডিকেটকে ভাঙতে চাইবে, এটা আমরা আশা করবো৷ কিন্তু এটা সময়ের বিষয়৷ মার্কেটে দাম বেড়ে গেলে সেই দাম কমতে সময় লাগবে, ততদিন অসংখ্য মানুষ খাদ্য সংকটে ভুগবে, তাদের জমানো টাকা চলে যাবে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়বে৷''

দ্রব্যমূল্য বৃদ্ধি হলে সরকার অনেক অজনপ্রিয় হবে, এটা জানার পরও সরকার কেন উদ্যোগ নিচ্ছে না জানতে চাইলে জাতীয় পার্টির সাংসদ পাটোয়ারী বলেন, ‘‘একটা বড় ব্যবসায়ী গোষ্ঠী সরকারের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে৷ সরকার তাদের স্বার্থ দেখে, তারা সরকারের স্বার্থ দেখে৷ ফলে জনগণ ভোগান্তির শিকার হয়৷ সহজ উপায়ে অধিক অর্থ আয়ের জন্য সরকার বাধ্য হচ্ছে অথবা ইচ্ছাকৃতভাবে এই গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে পারে না, নিয়ন্ত্রণ করতে চায় না, নিয়ন্ত্রণ করতে পারে না৷ এজন্যই আমি বলছি, সরকার কিনে প্রয়োজনে কম দামে বিক্রি করবে৷ টাকা খরচ হবে সরকারের হবে, জনগণের না৷'' 

নুরুল হক নূর বলেন, ‘‘নিজের ভালো পাগলেও বোঝে৷ কিন্তু সরকারতো এই পর্যন্ত নিজের ভালোটা বোঝে নাই৷ তারা ক্ষমতায় আসার পর থেকেই অজনপ্রিয়৷''

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ২৮ মার্চ আধা বেলা হরতালের ডাক দিয়েছে৷ তবে নুরুল হক নূর বলেছেন, এখনই তারা হরতাল করার মতো পরিস্থিতিতে যাবেন না৷ তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে নামতে আমরা রাজী৷ কিন্তু সেই ধরনের চূড়ান্ত পরিস্থিতি তৈরি হলে৷ আমরা এখনই রাস্তায় নেমে ক্ষতিগ্রস্ত হতে চাই না৷ ইতিমধ্যে আমরা মামলা, হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি৷''

সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীও হরতাল সমর্থন করেন না বলে জানিয়েছেন৷

শুক্রবার টকশো শুরুর আগে ইউটিউবে দর্শকদের মধ্যে একটি জরিপের ব্যবস্থা করা হয়েছিল৷ তাদের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কি ইউক্রেন যুদ্ধকে দায়ী মনে করেন? প্রায় ৩৮ হাজার ভোট পড়েছে৷ এর মধ্যে মাত্র ছয় ভাগ উত্তরদাতা বলেছেন, তারা মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ইউক্রেন যুদ্ধ দায়ী৷

জেডএইচ/এআই