dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
একটি ভাস্কর্য তৈরি একজন শিল্পীর জন্য ধৈর্য্য আর অনেক সময়ের ব্যাপার৷ কিন্তু ব্রিটিশ ভাস্কর ফ্রান্সিস সেগেলম্যানের কাছে তা যেন পেন্সিল স্ক্যাচ করার মতো৷ মাত্র দুই ঘণ্টায় তিনি গড়েন এক একটি আবক্ষ মূর্তি৷ সামনে বসিয়ে রেখেই জনপ্রিয় সব তারকাদের আবক্ষ মূর্তি গড়েছেন তিনি৷ রাজ পরিবারের ভাস্কর হিসেবে কাজ করেছেন রানী এলিজাবেথের সঙ্গেও৷