1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাবি মেনে নিল বিসিবি, ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার

২৩ অক্টোবর ২০১৯

নতুন দুটিসহ ক্রিকেটারদের ১৩ দফা দাবির মধ্যে ৯টি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ এর প্রেক্ষিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিলেন আন্দোলনরত ক্রিকেটাররা৷

https://p.dw.com/p/3Rmul
Bangladesch Shakib Al Hasan Cricket Spieler
ছবি: Getty Images/AFP/W. West

অবশেষে দেশের ক্রিকেটের চলমান অচলাবস্থা কাটলো৷ বুধবার রাতে দুই পক্ষের মধ্যে বৈঠকে খেলোয়াড়দের ৯ টি দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় বিসিবি৷ যার প্রক্ষিতে ধর্মঘট স্থগিত করে খেলায় ফেরার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা৷ 

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘সোমবার যে ১১ দফা দাবি উত্থাপন করেছিলেন ক্রিকেটাররা, তার ৯টিই মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিবি প্রধান৷ ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগের সঙ্গে বিসিবির সম্পর্ক নেই বলে সেটি নিয়ে কথা বলেনি বোর্ড৷ আর দুইটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দাবিটি কোনো ক্রিকেটারের প্রয়োজন হলে তখন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান৷’’
এর আগে বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আগের এগারোটির সাথে নতুন দুইটি দাবি তুলে ধরেন ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান৷

নতুন দুই দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রাজস্বের ভাগ চেয়েছেন ক্রিকেটাররা৷ নারী ক্রিকেট দলকেও তাদের ন্যায্য ভাগ দেয়ার দাবি জানিয়েছেন তারা৷

আগের ১১ দফা দাবির সঙ্গে নতুন করে এই দুটি দাবি জুড়ে দিয়ে বুধবার বিসিবিতে চিঠি পাঠান মুস্তাফিজুর রহমান খান৷

পরে ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলোচনা করেন৷ এরপর বিসিবিতে যান বৈঠকের জন্য৷ 

সোমবার ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ সোমবার ১১টি দাবি জানিয়ে ধর্মঘটে যান ক্রিকেটাররা৷ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একে বিশেষ মহলের ষড়যন্ত্র এবং দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে মন্তব্য করেন৷

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান