‘দাবি উত্থাপনকেই রাজনৈতিক হিসেবে দেখি’
২৬ জুলাই ২০২৪প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কোটা আন্দোলন নিয়ে ১০ জুলাই ও ১৯ জুলাই এক ছিল কিনা সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এই প্রশ্নের জবাবে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘‘এটি শুরুতেই কোটা আন্দোলন ছিল না৷ এই আন্দোলন শুরুই হয়েছিল সরকার পতনের উদ্দেশে৷''
তবে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে অনিয়মতান্ত্রিক আন্দোলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এ আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ছিল না৷ নিয়মতান্ত্রিক আন্দোলন এবং এই অশান্তির আন্দোলন এক না৷ রাস্তা বন্ধ করা, রেল বন্ধ করা নিয়মতান্ত্রিক আন্দোলন না৷ পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে৷''
একই বিষয়ে অনুষ্ঠানের অপর অতিথি অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘‘বিষয়টা এত সরল না৷ আলাপ অত্যন্ত দুরূহ৷ আন্দোলন নিয়মতান্ত্রিক কিনা এগুলো রেটরিক৷ আমাদের পক্ষপাতের উপর নির্ভর করে তা৷''
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলোর সঠিক তদন্ত, দেশের সম্পদ বিনষ্ট করার ক্ষেত্রে আসলে দায়ী কারা, দেশি-বিদেশি গণমাধ্যম এই সময়ে কী ভূমিকা রেখেছে এসব বিষয় নিয়ে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে আলোচনা হয়৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক মানস চৌধুরী৷
সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা সম্পর্কে অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘‘আমি ২০১৮ সাল থেকেই শিক্ষার্থীদের সঙ্গে কোটা আন্দোলনের একজন৷ শিক্ষকরা সবসময়ই এসব থেকে দূরে থেকেছেন৷''
সরকার কোটা ব্যবস্থা বাতিল করতে চেয়েছিল বলেও বিচারপতি শামসুদ্দিন জানান, ‘‘সরকার চেয়েছিল কোটা বাদ করতে৷ সরকারকে অপেক্ষা করতে হয়েছে সুপ্রিম কোর্ট কি বলে৷'' ৪ জুন রায় কোটার বিষয় রায় হওয়ার পর ১৮ জুলাই সরকার চেম্বার জজ আদালতে যাওয়া এতদিন সময় নেয়ার বিষয়ে বলেন, ‘‘সব কিছুর একটা প্রক্রিয়া আছে৷''
অপরদিকে দাবি জানানোই রাজনৈতিক হিসেবে উল্লেখ করে অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘‘দাবি উত্থাপনকেই রাজনৈতিক হিসেবে দেখি৷ কিন্তু মুশকিল হচ্ছে, যখন সরকারি লোকজন রাজনৈতিক শব্দটাকে দুরভিসন্ধি বা ষড়যন্ত্র হিসেবে বলে৷''
এসএইচ/এআই