1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিদক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাড়িতে আবর্জনা-ভর্তি বেলুন

২৪ জুলাই ২০২৪

উত্তর কোরিয়া থেকে আবর্জনা-ভর্তি বেলুন এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন চত্বরে গিয়ে পড়লো।

https://p.dw.com/p/4ieKu
২৪ জুলাই যে দুইটি বেলুন এসে পড়ে, তার আবরে্ঝনা সরানো হচ্ছে।
গত কয়েক মাসে উত্তর কোরিয়া আবর্জনা-ভর্তি কয়েক হাজার বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে। ছবি: Park Dong-joo/Yonhap/AP/picture alliance

কিছুদিন ধরেই দক্ষিণ কোরিয়ায় আবর্জনা-ভর্তি বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া। বুধবারও এরকম কিছু বেলুন দক্ষিণ কোরিয়ায় এলো। এই প্রথম তা প্রেসিডেন্টের বাসভবন চত্বরে গিয়ে পড়লো। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা এই খবর দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানীর ইয়ংসান এলাকায় প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স রয়েছে। বার্তাসংস্থা এএফপি-কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, এই বেলুন আসার পরেই রাসায়নিক, বায়োলজিক্যাল, ও রেডিওলজিক্যাল ওয়ারফেয়ার রেসপন্স টিমের সদস্যরা গিয়ে আবর্জনা সরিয়ে দেন।

তদন্ত ও পরীক্ষার পর দেখা যায়, বেলুনের মধ্যে কোনো বিপজ্জনক জিনিস ছিল না।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এটা জানাননি, বেলুন যখন গিয়ে পড়ে্, তখন প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন কিনা। এর আগের প্রেসিডেন্টরা তাদের সরকারি কাজের জন্য অন্য অফিস ব্যবহার করতেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট এই বাসভবন চত্বর থেকেই তার অফিসের কাজকর্ম করেন।

সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের প্রচার আরো তীব্র করেছে দক্ষিণ কোরিয়া। তারপরেই আবার আবর্জনা-ভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)