1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি

২০ আগস্ট ২০১৮

তুরস্কের রাজধানী আংকারায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা৷ সাদা রংয়ের একটি গাড়ি থেকে সোমবার ভোরে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়৷ গুলিতে দর্তসের একটি জানালার কাঁচ ভাংলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি৷

https://p.dw.com/p/33Pfu
Türkei US-Botschaft in Ankara
ছবি: picture-alliance/NurPhoto/D. Cupolo

তুরস্কের গণমাধ্যম জানাচ্ছে, এ ঘটনায় এখন পর্যস্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি স্থানীয় পুলিশ৷ তবে গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷

মার্কিন দূতাবাসের মূখপাত্র ডেভিড গায়নার তুরস্কের পুলিশকে এ বিষয়ে তাঁদের তাৎক্ষনিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান৷ প্রসঙ্গত, ইদ-উল-আযহা উপলক্ষে তুরস্কে অবস্থিত মার্কিন দূতাবাস এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে৷  

গত কয়েক মাস ধরে দু'দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে৷সম্প্রতি তুরস্ক অ্যামেরিকান পাদরি অ্যান্ড্রু ব্রানসনকে আটকে রাখলে দু'দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়৷ তুরস্কের অভিযোগ, ব্রানসনের সঙ্গে দেশটির নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্থান ওয়ার্কাস পার্টি (পিকেকে) ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফেতুল্লাহ গুলেনের যোগাযোগ রয়েছে৷ ফেতুল্লাহ গুলেন ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার হোতা বলে মনে করে এরদোয়ান সরকার৷ দীর্ঘ দিন ধরেই তুরস্ক ফেতুল্লাহ গুলেনকে ফেরত দেয়ার বিষয়ে দাবি জানিয়ে আসছে৷ এদিকে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই পাদরি ব্রানসনের মুক্তি দাবি করে আসছে৷ কূটনৈতিক এ অস্থিরতার জের ধরে এ দু'দেশ একে অপরের পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করেছে৷ তুরস্ক সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ এনে তাঁদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র৷

জার্মান সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা প্রত্যহার

এদিকে জার্মান সাংবাদিক মেজালে টোলু'র উপর তুরস্ক ত্যাগের বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির আদালত৷ তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিচার প্রক্রিয়া চলমান থাকবে৷ দেশটির একটি আদালতের রায়ে বলা হয়েছে, টোলুর উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হলেও তাঁর স্বামীর  উপর তুরস্ক ত্যগের বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে৷ গত বছর এপ্রিল মাসে তুরস্ক কর্তৃপক্ষ সন্ত্রাসবাদী প্রচারনায় লিপ্ত থাকার অভিযোগে টোলুকে আটক করে৷ তারপর ডিসেম্বর মাসে তাঁকে মুক্তি দেয়া হলেও তাঁর ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ৷ তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক টোলু ২০১৪ সাল থেকে ইস্তাম্বুলে প্রতিবেদক ও অনুবাদক হিসাবে কাজ করছিলেন৷     

আরআর/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান