dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
কলকাতা শুধু তাঁর জন্মস্থান নয়, কর্মস্থলও৷ শান্তিনিকেতনের পাশাপাশি এই শহরেও তিনি রচনা করেছেন কালজয়ী সংগীত, প্রবন্ধ, নাটক ও কবিতা৷ ১৫৬তম জন্মদিবসেও কলকাতা নানাভাবে শ্রদ্ধা জানালো চির ভাস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে৷