dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
ব্ল্যাক সোলজার ফ্লাই প্রায় সর্বভুক প্রাণী হিসেবে পরিচিত৷ শুধু খাবারের অবশিষ্ট অংশ নয়, এমনকি মলও খেয়ে নেয় এই প্রাণী৷ প্রচণ্ড পেটুক হিসেবে সেগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যে নিজেদের ওজনের ৬,০০০ গুণ বেশি আকার ধারণ করতে পারে৷