1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মরণে তারেক মাসুদ

১৩ আগস্ট ২০১৩

প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীর এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার৷ ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোঁকা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁরা৷

https://p.dw.com/p/19OU4
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

ফেসবুকে তাঁদের স্মরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ৷ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘গত দুবছর ধরে মনে হয় ১৩ আগস্ট দিনটা যদি ক্যালেন্ডারে না থাকতো!'' এরপর আবার মন্তব্যের জায়গায় লিখেছেন, ‘‘১৩ আগস্ট ২০১১ সালে বাংলাদেশ হারিয়েছে দুই কৃতি সন্তানকে; আমি হারিয়েছি আমার দুই বন্ধুকে৷ এক লহমায় আমার বন্ধুদের নাম অতীতের তালিকায় যুক্ত হয়েছে৷ আমাদের ৩৫ বছরের বেশি সময়ের জানাশোনা, কত কাজ বাকি থাকলো, কত কথা হল না বলা এখন কেবল স্মৃতি৷ কেমন করে বলি...৷''

সাবা চৌধুরী লিখেছেন, ‘‘কিছু কষ্ট চাইলেও ভোলা যায় না৷ ভুলে থাকার চেষ্টা করা যায় মাত্র৷''

এদিকে, বেলায়াত ‘সামহয়্যার ইন ব্লগ'এ জানিয়েছেন তারেক মাসুদ ও মিশুক মুনীরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি৷'

Der Regisseur Tareq Masud und Mishuk Munier
মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তাঁদের জীবনছবি: DW/Samir Kumar Dey

একই ব্লগে ২০১১ সালের অক্টোবর মাসে প্রকাশিত একটি লেখা মঙ্গলবার আবারও পোস্ট করেন ‘লাল দরজা'৷ সেখানে তিনি ক্যানাডার টরোন্টোতে মিশুক মুনীরের সঙ্গে কাটানো কিছু স্মৃতির কথা তুলে ধরেন৷

চলচ্চিত্র নিয়ে লেখালেখি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক ফেসবুকে লিখেছেন, ‘‘কর্মের মধ্যে তাঁরা (তারেক ও মুনীর) বেঁচে আছেন৷ বিশেষত তারেক মাসুদকে আমি সারা বছরই স্মরণ করি৷ তাই আজও করলাম৷'' এই স্ট্যাটাসের সঙ্গে তিনি দুজনের একটি ছবি পোস্ট করেছেন, যেটা তারেক মাসুদকে নিয়ে তৈরি একটি ওয়েবসাইট থেকে নেয়া বলে জানান ফাহমিদুল হক৷ এই ওয়েবসাইটটি তারেকের স্ত্রী ক্যাথরিন ভালোভাবে সাজাচ্ছেন বলেও জানান তিনি৷

এদিকে তারেক মাসুদকে নিয়ে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ ‘চলচ্চিত্রের আসল নায়ক' শিরোনামে একটি লেখা লিখেছেন নির্মাতা প্রসূন রহমান, যিনি তারেক মাসুদকে কাছ থেকে দেখেছিলেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

বাংলাদেশ
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

জার্মানি

প্রথম পাতায় যান