dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
তাইওয়ানের অ্যাওয়ার্ড বিজয়ী আদিবাসী সংগীত শিল্পী সেরেডাউ৷ দেশটির হারিয়ে যেতে বসা এক সংগীতকে নতুন করে শ্রোতাদের কাছে ফিরিয়েছেন তিনি৷ কিন্তু ‘পুরুষদের গান’ হিসেবে বিবেচিত ‘সেমালজওয়ালিয়ান’ গাওয়ার জন্য তাকে পেরোতে হয়েছে নিজ সমাজের বেড়াজাল৷