ঢাকার রাস্তায় ফিরেছে পুলিশ
প্রায় সপ্তাহখানেক পর সোমবার থেকে আবারও ঢাকার রাস্তায় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ৷ এছাড়া অনেক থানায়ও কাজ শুরু হয়েছে৷
কাজে ফেরা
সোমবার ঢাকার রাস্তায় এক ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে৷ ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পুলিশকে আর রাস্তায় দেখা যায়নি৷
নিরাপত্তা নিশ্চিতের দাবি
বৈষম্যবিরোধী আন্দোলনে সাড়ে চারশ’র বেশি মানুষ নিহত হন৷ এর মধ্যে পুলিশের সদস্য ছিলেন ৪২ জন৷ এছাড়া জাতীয় পুলিশ ইউনিয়নের হিসেবে দেশের প্রায় ৬০০ থানার মধ্যে প্রায় সাড়ে চারশ থানায় হামলা হয়েছে৷ এই অবস্থায় কর্মক্ষেত্রে কাজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছিল পুলিশ৷
সফল আলোচনা
রোববার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা সফল হওয়ার পর সোমবার কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা৷ ছবিতে ঢাকার এক থানায় পুলিশকে সেবা দিতে দেখা যাচ্ছে৷
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
পুলিশ যখন রাস্তায় ছিল না তখন যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা৷
পুলিশের প্রতিক্রিয়া
পুলিশের সহকারী কমিশনার স্নেহাশীষ দাশ এএফপিকে বলেন, ‘‘কাজে ফিরে ভালো লাগছে৷’’ এখন নিরাপদ বোধ করায় তারা ফিরেছেন বলে জানান তিনি৷
শিক্ষার্থীদের প্রশংসা
পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় শিক্ষার্থীদের প্রশংসা করেন স্নেহাশীষ দাশ৷ তিনি বলেন, গত কয়েকদিন শিক্ষার্থীরা দারুণ কাজ করেছে৷ ‘‘আমরা তাদের ধন্যবাদ জানাই,’’ বলেন তিনি৷
শিক্ষার্থীরাও খুশি
পুলিশ কাজে ফেরায় খুশি ২৭ বছর বয়সি চানু আব্দুল্লাহ৷ তিনি বলেন, ‘‘যানবাহন নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অনেক কঠিন কাজ ছিল৷’’