মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডয়চে ভেলে এবং কয়েকটি সংবাদপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের বক্তব্যের শিরোনাম ভুলভাবে প্রকাশিত হয়েছে৷
এতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গারা পাসপোর্ট পাবেন- পররাষ্ট্রমন্ত্রী৷
তবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলামের প্রেরণ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘পররাষ্ট্রমন্ত্রী কখনো বলেননি, সৌদি আরবে অবস্থানরত সকল রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হবে৷ তিনি বলেছেন, কেউ যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যান কেবল তাদের পাসপোর্ট বাংলাদেশ সরকার পুনরায় ইস্যু করবে৷ অন্যদের বাংলাদেশি পাসপোর্ট পেতে বাংলাদেশি হিসেবে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে৷’’
ডয়চে ভেলে বাংলাকে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া ভিডিও সাক্ষাৎকারটি পাবেন এখানে৷ https://p.dw.com/p/3npMt
সাক্ষাৎকারের ভিত্তিতে করা প্রতিবেদনটি পড়ুন এখানে৷ https://p.dw.com/p/3nonJ
জেডএইচ/কেএম