1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাচ রাজনীতিবিদ হত্যার আহ্বান : দুই পাকিস্তানি দোষী সাব্যস্ত

১০ সেপ্টেম্বর ২০২৪

নেদারল্যান্ডসের মুসলিম-বিরোধী রাজনীতিবিদ গির্ট ভিল্ডার্সকে হত্যার আহ্বান জানানোর দায়ে দেশটির আদালত দুই পাকিস্তানিকে দোষী সাব্যস্ত করেছে৷ সোমবার (৯ সেপ্টেম্বর) ডাচ আদালত এই রায় ঘোষণা করে৷

https://p.dw.com/p/4kTIy
গির্ট ভিল্ডার্স
নির্বাচনে জয় লাভ করে গির্ট ভিল্ডার্সের দল এ বছর প্রথমবারের মতো সরকার গঠন করেছেছবি: Peter Dejong/AP/picture alliance

দোষী সাব্যস্ত দুই ব্যক্তি নেদারল্যান্ডসের বাইরে থাকায় তাদের সাজাভোগ নিয়ে সংশয় রয়েছে৷

নির্বাচনে জয় লাভ করে গির্ট ভিল্ডার্সের দল এ বছর প্রথমবারের মতো সরকার গঠন করেছে৷ প্রাণনাশের হুমকি থাকায় বিগত ২০ বছর কঠোর নিরাপত্তার মধ্যে কাটিয়েছেন নেদারল্যান্ডসের এই আইন প্রণেতা৷ 

হেগের জেলা আদালত এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় নেতা হিসাবে বর্ণনা করা ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যাচেষ্টা পরিকল্পনার মূল হোতা ও উসকানির জন্য ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ পাকিস্তানের ২৯ বছর বয়সি আরেক রাজনৈতিক নেতাকে উসকানি ও হত্যার হুমকির দায়ে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷  

তবে আদালত তাদের পরিচয় ও রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি৷ তাদের অনুপস্থিতিতে আদালত এই রায় দেয়৷

আদালত ভিল্ডার্সকে হত্যা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো ও যদি তারা তা করে তবে পরকালে তাদের পুরষ্কার দেয়ার প্রতিশ্রুতি দেয়ার অভিযোগ আনে তাদের বিরুদ্ধে৷

গত বছরের সেপ্টেম্বরে, একটি ডাচ আদালত একজন পাকিস্তানি সাবেক ক্রিকেটারকেও দোষী সাব্যস্ত করে৷ ভিল্ডার্সকে হত্যা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানোর জন্য তার অনুপস্থিতিতে বিচারের পর তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ 

পাকিস্তানের সঙ্গে নেদারল্যান্ডসের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই৷

এসএইচ/এসিবি (রয়টার্স) 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য