1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

ট্রাম্পের প্রচারে তার গান ব্যবহার নিয়ে আপত্তি জানালো অ্যাবা

৩০ আগস্ট ২০২৪

এর আগে একাধিক গায়ক এবং ব্যান্ড একই আপত্তি তুলেছিল। অভিযোগ, অনুমতি ছাড়াই তাদের গান ব্যবহার করছেন সাবেক প্রেসিডেন্ট।

https://p.dw.com/p/4k4lc
অ্যাবা ব্যান্ড
ট্রাম্পের প্রচারে তাদের গান ব্যবহারে আপত্তি অ্যাবারছবি: Alberto Pezzali/AP Photo/picture alliance

সুইডেনের পপ ব্যান্ড অ্যাবার রেকর্ড লেবেল ইউনিভার্সাল মিউজিক। ডনাল্ড ট্রাম্পের হয়ে যারা প্রচার করে সেই সংস্থাকে একটি নোটিস দিয়েছে ইউনিভার্সাল মিউজিক। তাতে বলা হয়েছে, ট্রাম্পের প্রচারে অ্যাবার গান ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে ব্যান্ডটি। সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানেও অ্যাবার গান ব্যবহার করা হয়েছে। দ্রুত ওই ভিডিওটি নামিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই নোটিসে।

‘ড্যান্সিং কুইন’ অ্যাবার নতুন অ্যালবাম আসছে

সম্প্রতি সুইডেনের একটি খবরে কাগজ ট্রাম্পের অনুষ্ঠানে অ্যাবার গান ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপরেই এই পদক্ষেপ নিয়েছেন ব্যান্ডের সদস্যরা। ইউনিভার্সাল মিউজিক জানিয়েছে, ব্যান্ড বা তাদের কাছ থেকে কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। ট্রাম্পের প্রচারে এখনো পর্যন্ত অ্যাবার জনপ্রিয় গান 'দ্য উইনার টেকস ইট অল', 'মানি মানি মানি', 'ড্যান্সিং কুইন' ব্যবহার করা হয়েছে।

অ্যাবার ব্যান্ড সদস্যরা ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাননি। তবে তারা জানিয়েছেন, ইউনিভার্সাল মিউজিকের বক্তব্য তারা সমর্থন করেন।

এই প্রথম নয়, এর আগে রোলিং স্টোন, গানস অ্যান্ড রোসেস, রিহানা, টম পেটি, ভিলেজ পিপল, দ্য হোয়াইট স্ট্রাইপের মতো একাধিক ব্যান্ড এবং শিল্পি ট্রাম্পের প্রচারে তাদের গান ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন। এবার সেই দলে যোগ হলো অ্যাবা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)