আইসিসির হালনাগাদ করা টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশ এখন আফগানিস্তানেরও নীচে৷ ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে ১০ নাম্বারে৷ অন্যদিকে দুই পয়েন্ট বেশি নিয়ে আফগানিস্তান উঠে এসেছে নয় নাম্বারে৷ ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অষ্টম আর পাকিস্তান আছে সপ্তম অবস্থানে৷ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান৷ এই জয়ে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্ল্যাক ক্যাপসরা প্রথমবারের মতো উঠে এসেছে শীর্ষে৷ ২০২০ সালের মে থেকে শ্রেষ্ঠত্বের এই মুকুটটি ছিল অস্ট্রেলিয়ার দখলে৷ অসিরা এখন নেমে গেছে দুই নাম্বারে৷ মাঠের মতো র্যাংকিংয়েও ভারতের সঙ্গে তাদের চলছে লড়াই৷ অসিদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে টিম ইন্ডিয়ার অবস্থান তৃতীয়৷
চতূর্থ ইংল্যান্ড, পঞ্চম সাউথ আফ্রিকা আর ষষ্ঠ অবস্থানে আছে শ্রীলঙ্কা৷
বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তানে গত বছরের এপ্রিলে৷ রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ১৪৪ রানের ব্যবধানের হার নিয়েই ফিরতে হয়েছিল টাইগারদের৷ গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবোয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের জয়ই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সুখকর স্মৃতি৷ তার আগে ভারতের কাছে ২-০ আর নবীন আফগানিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানের হারই টাইগারদের র্যাংকিংয়ে নীচে নেমে যাওয়ার অন্যতম কারণ৷
টেস্ট র্যাংকিংয়ের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি৷ অস্ট্রেলিয়া আছে সবার উপরে৷ ২০১৯ সালের অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা, শেষ হবে চলতি বছরের জুনে ইংল্যান্ডের লর্ডসে শীর্ষ দুই দলের লড়াই দিয়ে৷
টেস্ট দলের র্যাংকিং
১. অস্ট্রেলিয়া
২. নিউজিল্যান্ড
৩. ভারত
৪. ইংল্যান্ড
৫. সাউথ আফ্রিকা
৬. শ্রীলঙ্কা
৭. পাকিস্তান
৮. ওয়েস্ট ইন্ডিজ
৯. আফগানিস্তান
১০. বাংলাদেশ
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল
১. অস্ট্রেলিয়া
২. ভারত
৩. নিউজিল্যান্ড
৪. ইংল্যান্ড
৫. সাউথ আফ্রিকা
৬. পাকিস্তান
৭. শ্রীলঙ্কা
৮. ওয়েস্ট ইন্ডিজ
৯. বাংলাদেশ
এফএস/এসিবি (আইসিসি, ইএসপিএন ক্রিকইনফো)
-
২০২১ সালের ক্রীড়া আসর
মিসরে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
১৩ জানুয়ারি মিসরে বসছে পুরুষদের হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ৷ ২০১৯ সালের জার্মানি ও ডেনমার্কের আসরের মতো ততটা দর্শক পাবে না মিসর সেটি অবধারিত বলা চলে৷ তবে আয়োজকদের আশা গ্যালারির ত্রিশভাগ অন্তত পূর্ণ হবে৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
অস্ট্রেলিয়ান ওপেন
চলতি বছর টেনিসের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ করোনার কারণে এবার স্বাভাবিক সময়ের চেয়ে তিন সপ্তাহ পরে হচ্ছে এ আসর৷ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার কথা ২৩ মে থেকে৷ ক্যালেন্ডার অনুযায়ী, উইম্বলডন ২৮ জুন আর ইউএস ওপেনের পর্দা উঠবে ৩০ আগস্টে৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
সুপার বৌল
সুপার বৌলের ৫৫ তম আসরটি বসবে ৭ ফেব্রুয়ারি৷ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরের এবারের আয়োজনটি হচ্ছে ফ্লোরিডাতে৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
শীতকালীন ক্রীড়া আসর
ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি শীতকালীন ক্রীড়া আসর শুরু হবে৷ ১-১৪ ফেব্রুয়ারি জার্মানির আল্টেনবার্গে চলবে স্কেলেটন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ৷ নর্ডিক স্কি ওয়ার্ল্ড চ্যাম্পয়নশিপটি হবে ওবার্স্টডর্ফে ২৩ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
ফর্মুলা ওয়ানে সৌদি
চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী ফর্মুলা ওয়ান এর আয়োজন হবে৷ মোট ২৩ রেসের এই আসরে প্রথমবারের মতো ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সৌদি আরব৷ শুরুটা হবে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
আইস হকির অনিশ্চয়তা
মে-জুন মাসে বেলারুশ-লাটভিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা আইআইএইচএফ আইস চ্যাম্পিয়নশিপ৷ কিন্তু বেলারুশে সরকারবিরোধীদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে সহআয়োজক হতে রাজি নয় লাটভিয়া৷ তবে এরইমধ্যে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
১২ দেশে ইউরো
গত গ্রীষ্মে শুরুর কথা থাকলেও ইউরো ২০২০ শেষ পর্যন্ত ২০২০ সালে হয়নি৷ বর্তমান পরিকল্পনা অনুযায়ী জুন ১১ থেকে জুলাই ১২ পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে৷ চারটি ম্যাচ হবে মিউনিখে, সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা লন্ডনে৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
অলিম্পিক হবে?
জাপানের ভাগ্যটা খারাপই বলা চলে৷ চার বছর পরপর হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক৷ তার সমস্ত প্রস্তুতি সারলেও বাধা দিলো করোনা৷ ২০২০ অলিম্পিক পিছিয়ে শুরু হওয়ার কথা ২০২১-এর ২৩ জুলাই থেকে ৮ আগস্টে৷ প্যারা অলিম্পিক হবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
নারীদের রাগবি
১৮ সেপ্টেম্বর উঠবে নারীদের রাগবি বিশ্বকাপের পর্দা৷ এবার আয়োজক নিউজিল্যান্ড৷ সেখানে প্রথমবারের মতো যোগ দিচ্ছে মরক্কো৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলতি বছর ক্রিকেটে আছে বেশ কয়েকটি বড় আসর৷ তার মধ্যে অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ ২০১৯-২১ এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১০ জুন লন্ডনে৷ জুন থেকে শুরু হবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব৷
-
২০২১ সালের ক্রীড়া আসর
টাইগারদের ব্যস্ত সূচি
দীর্ঘ বিরতির পর নতুন বছরের প্রথম মাস থেকেই ব্যস্ত সূচী শুরু হচ্ছে টাইগারদের জন্য৷ ২০ জানুয়ারি শুরু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ৷ আছে তিন ওয়ানডে, দুই টেস্ট৷ মার্চে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে৷ খেলবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি৷ জুনে জিম্বাবোয়ে সফর৷ জুলাইতে এশিয়া কাপের পরে ইংল্যান্ডের সঙ্গে আছে হোম সিরিজ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে খেলার কথা রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও৷