টিকটক-ইনস্টাগ্রামে সিডনি মেট্রোর ছবি
সিডনিতে ১৫ বিলিয়ন ডলার খরচ করে তৈরি নতুন মেট্রোলাইন চালু হয়েছে৷ আধুনিক ও বিভিন্ন শিল্পকর্মে সজ্জিত মেট্রো স্টেশনগুলোর ছবি টিকটক ও ইনস্টাগ্রামে শোভা পাচ্ছে৷
নতুন মেট্রোলাইন
সিডনির সিডনেম ও চ্যাটসউডের মধ্যে ১৫.৫ কিলোমিটার দীর্ঘ নতুন মেট্রোলাইন তৈরি হয়েছে৷ খরচ হয়েছে ১৫ বিলিয়ন ডলার৷ পাঁচটি নতুন স্টেশন নির্মিত হয়েছে৷ দুটি স্টেশনে নতুন প্ল্যাটফর্ম ও প্রবেশপথ তৈরি করা হয়েছে৷
শিল্পকর্মে সজ্জিত
নবনির্মিত ওয়াটারলু স্টেশনের দেওয়ালে ফুটপ্রিন্ট দেখছেন এক যাত্রী৷ স্থানীয় ৭৫ আদিবাসীর পা থেকে এই ফুটপ্রিন্টগুলো নেওয়া হয়েছে৷
টিকটক-ইনস্টাগ্রামে ছবি, ভিডিও
১৯ আগস্ট চালু হওয়ার পর থেকে টিকটক ও ইনস্টাগ্রামে নতুন স্টেশনগুলোর ছবি ও ভিডিও পোস্ট করছেন ঐ মাধ্যম ব্যবহারকারীরা৷ এগুলো দেখছেনও অনেক মানুষ৷
প্রশস্ত
নবনির্মিত গাডিগ্যাল স্টেশনে দুজন যাত্রীকে দেখা যাচ্ছে৷ যাত্রীদের সুবিধার্থে নতুন স্টেশনগুলো যতটা সম্ভব প্রশস্ত করে বানানো হয়েছে৷
লন্ডন, নিউইয়র্কের সমান মর্যাদা
নতুন মেট্রোলাইনের জন্য সিডনি সেন্ট্রাল স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে হয়েছে৷ এছাড়া আরও কিছু সংস্কারও করা হয়েছে৷ তাই অনেকে মনে করছেন, ১১৮ বছরের পুরনো সিডনি সেন্ট্রাল স্টেশনটি এখন লন্ডনের কিংস ক্রস ও নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের সমান মর্যাদায় পৌঁছে গেছে৷