1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

টানা দ্বিতীয় বছর মন্দার শঙ্কায় জার্মানি

৭ অক্টোবর ২০২৪

জার্মানির অন্যতম দৈনিক স্যুড ডয়চে সাইটুং রোববার জানিয়েছে, ২০২৪ সালে টানা দ্বিতীয় বছরের মতো মন্দার আশঙ্কা করছে জার্মান সরকার৷ দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় বুধবার পূর্বাভাস কমানোর ঘোষণা দেবে বলেও জানিয়েছে পত্রিকাটি৷

https://p.dw.com/p/4lV92
রাতে হামবুর্গ বন্দরের জেটিতে কার্গো
রপ্তানি ও কারখানার আদেশ কমে যাওয়ায় মন্দা থেকে বের হতে পারছে না জার্মানিছবি: Gregor Fischer/Getty Images

২০২৪ সালে ০.৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করেছিল জার্মানি৷ তবে এর পরিবর্তে অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হবে বলে এখন মনে করছে সরকার৷ বুধবার এই তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্যুড ডয়চে সাইটুং পত্রিকা৷

রপ্তানি ও কারখানা আদেশ কমে যাওয়া এবং জ্বালানির উচ্চমূল্য এর কারণ বলে মনে করা হচ্ছে৷

জার্মানির পরিসংখ্যান অফিস ডেস্টাটিস সোমবার জানিয়েছে, আগস্ট মাসে ফ্যাক্টরি অর্ডার বা কারখানা আদেশ কমেছে ৫.৮ শতাংশ৷

তবে জার্মান সরকার ২০২৫ সালে ১.১ শতাংশ ও ২০২৬ সালে ১.৬ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে বলে জানিয়েছে পত্রিকাটি৷ সরকারের প্রস্তাব করা ‘প্রবৃদ্ধি উদ্যোগ' কর্মসূচি এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে স্যুড ডয়চে সাইটুংকে জানিয়েছেন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী রব্যার্ট হাবেক৷ এসব কর্মসূচির মধ্যে আছে কর ছাড়, শিল্পখাতের জন্য জ্বালানি মূল্যে ছাড়, লাল ফিতার দৌরাত্ম কমানো, বয়স্ক ব্যক্তিদের কাজ চালিয়ে যেতে প্রণোদনা দেওয়া, বিদেশি কর্মী আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ইত্যাদি৷

২০২৩ সালে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র জার্মানির অর্থনীতি সংকুচিত হয়েছিল৷ কারখানা ও রপ্তানি আদেশ কমে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি এর কারণ ছিল সেই সময় মন্তব্য করেছিলেন বিশ্লেষকেরা৷

তবে মূল্যস্ফীতি কমায় এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোয় চলতি বছর অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে আশা করা হয়েছিল৷

অর্থনৈতিক দুরবস্থা ছাড়াও জার্মানি আরও কিছু চ্যালেঞ্জের মুখে পড়ছে৷ যেমন চীনের সঙ্গে প্রতিযোগিতা, দক্ষ কর্মীর অভাব এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথের নানান সমস্যা ইত্যাদি৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

জার্মানির ১৭ শতাংশ মানুষ বাস করছেন দারিদ্র্যে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান