টাকা নেই, তাই লোকসভা ভোটে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী
তিনি ভারতের অর্থমন্ত্রী। তার কাছে লোকসভা ভোটে লড়ার অর্থ নেই। তাই প্রস্তাব সত্ত্বেও লোকসভায় লড়ছেন না নির্মলা সীতারামন।
প্রস্তাব ফিরিয়েছেন নির্মলা
টাইমস নাও আয়োজিত একটি অনুষ্ঠানে নির্মলা জানিয়েছেন, বিজেপি সভাপতি জে পি নাড্ডা তাকে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন। নির্মলা জানিয়েছেন, সাতদিন বা প্রায় ১০ দিন ধরে চিন্তাভাবনা করার পর তিনি জানান, লোকসভা ভোটে লড়বেন না।
কেন লোকসভা ভোটে লড়লেন না নির্মলা?
নির্মলা জানিয়েছেন, লোকসভা নির্বাচনে লড়ার জন্য যে অর্থ দরকার, তা তার কাছে নেই। ভারতের অর্থমন্ত্রীর কাছে টাকা নেই, এটা কী করে হতে পারে, এই প্রশ্নের জবাবে নির্মলা বলেছেন, ''আমি যা বেতন পাই, যে টাকা সাশ্রয় করি, সেটা আমার টাকা। কিন্তু ভারতের তহবিল তো আমার নয়।''
কত টাকা লাগে?
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, একজন প্রার্থী ছোট কেন্দ্রের জন্য ৭৫ লাখ ও বড় কেন্দ্রের জন্য ৯০ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। এটা সর্বোচ্চ সীমা। এর থেকে কম খরচও তিনি করতে পারেন।
আরো কারণ আছে
নির্মলা জানিয়েছেন, ''অন্ধ্র বা তামিলনাড়ুতে ভোটে লড়ার একটা সমস্যা আছে। সেখানে জেতার বিষয়টি সম্প্রদায়, ধর্ম ও অন্য বিষয়ের উপর নির্ভর করে। তাই আমি না লড়ার সিদ্ধান্ত নিয়েছি।''
দল মেনে নিয়েছে
নির্মলা জানিয়েছে, তিনি দলের কাছে কৃতজ্ঞ। কারণ, দল তার কথা মেনে নিয়েছে। তাকে আর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না। তিনি এখন রাজ্যসভার সাংসদ।
প্রচারে থাকবেন
নির্মলা না লড়লেও বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন। তিনি নিয়মিত প্রচার করছেনও। রাজীব চন্দ্রশেখর-সহ অন্যদের হয়ে তিনি প্রচার করেছেন।
নির্বাচনী বন্ড নিয়ে নির্মলার স্বামীর বক্তব্য
সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, কোন দল কার কাছ থেকে কত টাকা পেয়েছে, সেই তথ্যও প্রকাশ করতে হবে। নির্মলা সীতারামনের স্বামী খ্যাতনামা অর্থনীতিবিদ পি প্রভাকর তারপর নির্বাচনী বন্ড নিয়ে বোমা ফাটিয়েছেন। তিনি রিপোর্টার টিভি নামে একটি চ্যানেলকে বলেছেন, ''নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি।''