1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকার টোপে মাসচেরানো চললেন বার্সেলোনায়

২৮ আগস্ট ২০১০

দাম ধরা হয়েছে ১৭.২৫ মিলিয়ন পাউন্ড৷ রোনাল্ডো বা কাকা কিংবা মেসির ধরেকাছে না গেলেও কম নয় মাসচেরানোর দাম৷ কিনে নিচ্ছে বারকা বা বার্সেলোনা আর দোকানদার লিভারপুল৷

https://p.dw.com/p/OyRx
মাসচেরানো,বার্সেলোনা,টাকাMoney, Mascherano, Liverpool. Barcelona, Arzentina, Manager,খেলা, ফুটবল, ম্যানেজার, লিভারপুল, চোট আঘাত
এখনও লিভারপুলের জার্সি গায়েই মাসচেরানো (ডানদিকে)ছবি: AP

লিভারপুলকে ভালোই বিপাকে ফেলে দিয়ে বার্সেলোনায় খেলতে চললেন আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাপ্টেন মাসচেরানো৷ ২৬ বছরের এই তারকার পিছন ধরে আরও কিছু লিভারপুল খেলোয়াড় এই সুযোগে দলবদল করে নিচ্ছে৷ ফলে লিভারপুলের ম্যানেজার রয় হাজসন বেশ ক্ষিপ্ত হয়ে মাসচেরানো প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘ও একটা স্বার্থপর৷'

স্বার্খপর বলার কারণ আছে হাজসনের৷ চোট আঘাতের লম্বা ফিরিস্তি দাখিল করে আর ডাক্তারি সার্টিফিকেট দিয়ে মাসচেরানো তাঁর লিভারপুলের পুরো সময়টার বেশির ভাগটাই কাটিয়েছেন৷ তাঁর খেলা সেভাবে পায়ইনি লিভারপুল৷ তারপর বেশি টাকার টোপে এখন মাসচেরানো চললেন বার্সেলোনায়৷ দল ভাঙিয়ে তারপরেও তিনি লিভারপুলের ক্ষতিই করে যাচ্ছেন৷

আগামী চারটে মরশুম বার্সেলোনায় খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাসচেরানো৷ লিভারপুল থেকে মাসচেরানোকে কেনার যাবতীয় খবর শুক্রবার রাতেই উঠে পড়েছে বার্সেলোনার ওয়েবসাইটে৷ বলা হয়েছে, লিভারপুলের সঙ্গে চুক্তিপত্র পাকা৷ মাসচেরানোকে কিনে নিয়েছি আমরা৷ এখন মেডিক্যাল পরীক্ষা আর ফিটনেস সার্টিফিকেট পেলেই মাসচেরানো গায়ে চড়াবেন বারকার জার্সি৷

কথাটা সেখানেই শেষ হলে ভালোই হত৷ কিন্তু বাস্তবে তা হচ্ছে না৷ মাসচেরানোকে এবার ভালো খেলে নিজেকে প্রমাণ করতে হবে৷ আর ‘বার্সেলোনা লিভারপুলের মত দুর্বল মাটি নয়৷ একজন ফুটবলার মাঠেই নিজেকে প্রমাণ করে৷' সে'কথাটাই বিশেষ করে মাসচেরানোকে বিদায়ী ভাষণে মনে করিয়ে দিয়েছেন ম্যানেজার হাজসন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম