প্রাণীর উপকার, ক্রেতারও উপকার
মল বিক্রির টাকার একটা অংশ ব্যয় করা হয় বন্দি প্রাণীদের জীবনমান উন্নয়নের কাজে৷ যারা কেনেন, তাদেরও খুব কাজে লাগে কৌটোভর্তি মল৷ পাহাড়ি এলাকার অনেক মানুষ বাড়িতে গিয়েই কৌটো খুলে একটু মল নিজের বাগানে ছড়িয়ে দেন৷ পাহাড় থেকে কোনো বন্য প্রাণী এলে সেই মলের গন্ধ পেয়ে মনে করে, সিংহ আসছে৷ ছুটে পালাতে আর দেরি করে না তারা!