টলিউড: অচলাবস্থা কাটলেও, কাটেনি অবিশ্বাস
মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরিচালকেরা জানিয়েছেন, অচলাবস্থা কাটবে। বুধবার থেকে শুরু হয়েছে শুটিং।
মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক
মঙ্গলবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেন পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, দেব এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই বৈঠকের পরেই অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হয়।
মুখ্য়মন্ত্রীর নির্দেশ
মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পরিচালকদের নিয়ে একটি নতুন কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। ইন্ডাস্ট্রির নিয়ম-কানুন পর্যালোচনা করবে এই কমিটি। পুজোর পরে তাদের রিপোর্ট দেবে। ফেডারেশন কারো কাজের অধিকার খারিজ করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
দুইপক্ষ সহমত
এরপরেই সন্ধেবেলা আলাদা আলাদা বৈঠক করে ফেডারেশন এবং পরিচালকেরা। তারপরেই ঠিক হয় বুধবার থেকে শুটিং শুরু হবে।
রাহুলই করবেন শুটিং
এদিন সিদ্ধান্ত হয়েছে, যে ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, রাহুল মুখোপাধ্য়ায়ই তার শুটিং করবেন। টেকনিশিয়ানরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
টলিউডে অভূতপূর্ব ঘটনা
গত কয়েক দিন ধরে এক বিরল ঘটনার সাক্ষী ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ফেডারেশন বনাম পরিচালক ও প্রযোজক সংঘাতে আড়াআড়ি বিভক্ত হয়ে যায় টলিউড। সোমবার সকাল থেকে টলিপাড়ায় ধারাবাহিক থেকে সিনেমা, সমস্ত শুটিং বন্ধ ছিল।
প্রসেনজিতের বাড়িতে বৈঠক
সোমবার দুপুরে এক বৈঠক ডাকা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে। সেখানেই হাজির হন টলিপাড়ার পরিচালক-প্রযোজকেরা। যাদের মধ্যে ছিলেন শ্রীকান্ত মোহতা, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, বিরসা দাশগুপ্ত, সুদেষ্ণা রায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন-সহ অন্যরা।
পরিচালকদের ক্ষোভ
যেভাবে রাহুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফেডারেশন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিচালকেরা। ইন্ডাস্ট্রির নিয়ম-কানুন নিয়েও তারা প্রশ্ন তোলেন।
ডিরেক্টর্স গিল্ডের ভূমিকা
ডিরেক্টর্স গিল্ড প্রথমে স্থির করে রাহুলকে শাস্তি দেয়া হবে। তিনমাসের জন্য় তাকে সাসপেন্ড করা হয়। শুক্রবারই অবশ্য সেই শাস্তি তুলে নেয়া হয়। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে রাহুলের শুটিং ছিল। সেখানে টেকনিশিয়ানরা উপস্থিত না হওয়ায় শুটিং বানচাল হয়ে যায়।
পরিচালকদের অভিযোগ
পরিচালকেরাও সিদ্ধান্ত নেন তারা শুটিংয়ে যাবেন না। এর ফলে অচলাবস্থা তৈরি হয় টলিউডে। বন্ধ হয়ে যায় শুটিংপাড়া।
বন্ধ সিরিয়ালও
সিরিয়ালের পরিচালকেরাও কর্মবিরতিতে যোগ দেন। ফলে সিরিয়ালের সেটেও তালা ঝোলে। দু'দিন কোনো শুটিং হয়নি টলিপাড়ায়। যা অভূতপূর্ব ঘটনা।
ফেডারেশনের বক্তব্য়
ফেডারেশনের প্রধান অর্থাৎ, টেকনিশিয়ানদের ইউনিয়নের প্রধান অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। ছবির সঙ্গে যুক্ত না থেকেও তিনিই এখন অঘোষিতভাবে টলিউড চালান। সোমবার তার উপস্থিতিতে বৈঠক হয় ফেডারেশনের। সেখানে জানিয়ে দেওয়া হয় রাহুলকে পরিচালক হিসেবে মানা হচ্ছে না।
মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ
এরপরেই মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন পরিচালকেরা। তার নির্দেশেই বুধবার থেকে ফের শুটিং শুরু হয়েছে।
অবিশ্বাস অব্য়াহত
শুটিং শুরু হলেও ফেডারেশনের কর্তাদের উপর ক্ষোভ এখনো আছে পরিচালকদের। নামপ্রকাশে অনিচ্ছুক এক পরিচালক ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''যে কমিটি তৈরি হয়েছে, তাতে অরূপ বিশ্বাস আছেন। স্বরূপ এবং অরূপ মিলেই আজ ইন্ডাস্ট্রির এই অবস্থা করেছেন। ফলে কমিটি যুগান্তকারী কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে হয় না।''
টেকনিশিয়ানদের ক্ষোভ
টেকনিশিয়ানদের একাংশের বক্তব্য়, ফেডারেশনের সিদ্ধান্ত পছন্দ না হলেও তাদের মেনে নিতে হয়। নইলে কাজ দেয়া হয় না। এক স্বৈরাচারীর রাজত্ব চলছে টলিউডে।