ঝড়বৃষ্টিতে নাজেহাল জলপাইগুড়ি
চলতি মাসেই জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের ভোট৷ তার আগে, বিধ্বংসী ঝড় আছড়ে পড়ে জলপাইগুড়ি, ময়নাগুড়ি সংলগ্ন এলাকায়৷
কয়েক মিনিটেই লন্ডভন্ড
মাত্র কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড দশা জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকার৷ প্রাণহানি, সম্পত্তির ক্ষতি থেকে আহত— আতঙ্ক গ্রাস করল জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ির মানুষকে৷
মৃত পাঁচ
ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে পাঁচজনের, তাদের মধ্যে দু’জন জলপাইগুড়ি শহরের বাসিন্দা৷ এক জন গোসালা মোড়ে এবং অন্য জন সেন পাড়ায় থাকতেন৷ আরও দু’জন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে৷
আহত শতাধিক
ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়িতে বহু মানুষ জখম হয়েছেন৷ আহতের সংখ্যা শতাধিক৷ তারা কেউ কেউ জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন৷ কয়েক জনকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির হাসপাতালে৷
রাতেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী
রবিবার বিকেলে খবর পাওয়া মাত্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে জানান, স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ উদ্ধারকাজ চলছে৷ নির্বাচনী আদর্শ বিধি মেনে দুর্গতদের সাহায্য করবেন৷ তার মধ্যে রাতেই মুখ্যমন্ত্রী রওয়ানা দেন উত্তরবঙ্গে৷
সাহায্যের আশ্বাস
ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে একের পর এক এলাকা ঘুরেছেন৷ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন৷
আহতদের সঙ্গে কথা
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজনৈতিক কাজিয়া
সোমবার সকাল হতেই উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে চলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কলকাতার রাজভবন থেকে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও৷ মুখ্যমন্ত্রীর আগে পৌঁছে যাওয়া নিয়ে কটাক্ষ ছোড়েন শুভেন্দু৷ তাঁর দাবি, সামনে ভোট৷ তাই এভাবে দৌড়েছেন তৃণমূলনেত্রী৷
বিপর্যস্ত ভোটকেন্দ্র
দুর্যোগে বিপর্যস্ত হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কেন্দ্রের কয়েকটি ভোটকেন্দ্র (পোলিং স্টেশন)৷ অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, মোট ১১টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলি মেরামতের কাজ চলছে৷
ক্ষয়ক্ষতি সর্বত্র
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা-বাগান ও ধূপগুড়ি৷ অনেকেই আহত৷ ঘরদোর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু৷
বৃষ্টির পূর্বাভাস
সোমবার সকালেও আবহাওয়া প্রতিকূল জলপাইগুড়িতে৷ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া বইছে৷ আকাশের মুখও ভার৷ মাঝেমাঝে মেঘ ডাকছে৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে৷