1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝুলনের চরিত্রে অনুষ্কা

৬ জুলাই ২০২১

ভারতীয় নারী দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। অভিনয় করবেন অনুষ্কা শর্মা।

https://p.dw.com/p/3w50Z
ঝুলন গোস্বামী
ছবি: Imago/Action Plus/M. Kerton

এই মুহূর্তে ভারতীয় সিনেমা জগতে অন্যতম নাম অনুষ্কা শর্মা। তিনি কেবল অভিনেত্রী নন, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলির স্ত্রীও। সেই অনুষ্কাকেই কিছুদিনের মধ্যে প্যাড-গ্লাভস পরে মাঠে নামতে দেখা যাবে। অনুষ্কা হিসেবে নয়, ঝুলন গোস্বামী হিসেবে।

ঝুলন গোস্বামী প্রখ্যাত ক্রিকেটার। ২০০২ সাল থেকে ভারতীয় নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ পেসার এবং ব্যাটসম্যান। পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন ভারতীয় ক্রিকেট দলকে দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন। এখনো পর্যন্ত ২৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্ট খেলেছেন ১১টি। টি টোয়েন্টি ৬৮টি। তাঁর ঝুলিতে আছে ৩৩৩টি উইকেট, ১৭৯৫ রান।

সেই ঝুলনকে নিয়েই এবার তৈরি হচ্ছে বায়োপিক। এখনো স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। তারপর ঠিক হবে কোন পরিচালক তা বানাবেন। তবে ইতিমধ্যেই ঝুলনের চরিত্রে অভিনেতা ঠিক হয়ে গেছে। অনুষ্কা শর্মা মহড়াও শুরু করে দিয়েছেন। বস্তুত, গত বছরই অনুষ্কাকে ভারতীয় জার্সি গায়ে ঝুলনের সঙ্গে মাঠে দেখা গেছিল। তখনই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু ঝুলন এবং অনুষ্কা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এতদিনে তা প্রকাশ্যে এলো।

বলিউডের একটি সূত্রের দাবি, আগামী বছরের মধ্যেই ছবির কাজ সম্পূর্ণ হবে। স্ক্রিপ্ট একেবারে শেষের দিকে। স্ক্রিপ্ট শেষ হলেই শ্যুটিং শুরু হবে। কোনো বিখ্যাত পরিচালক এর শ্যুটিং করবেন। তবে পরিচালকের নাম এখনো সামনে আসেনি।

ঝুলনকে নিয়ে ছবি তৈরি হলে, এই প্রথম কোনো বাঙালি ক্রিকেটারকে নিয়ে বায়োপিক তৈরি হবে। আরেক ভারতীয় নারী ক্রিকেটার মিতালী রাজকে নিয়েও একটি ছবি তৈরি হচ্ছে। সেখানে অভিনয় করছেন তাপসি পান্নু। এর আগে শচিন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনীদের নিয়ে বায়োপিক হয়েছে। কিন্তু নারী ক্রিকেটারদের নিয়ে হয়নি।

এসজি/জিএইচ (আনন্দবাজার)