1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা খারিজ

২১ আগস্ট ২০১০

জ্যাকসনের মৃত্যুর পর বছর ঘুরে গেছে৷ পপসম্রাটের বিরুদ্ধে আনা চুক্তিভঙ্গের মামলা খারিজ করে দিলেন বিচারক৷ অল গুড এন্টারটেইনমেন্টের দাবি ছিল চল্লিশ মিলিয়ন ডলার৷ এখন তাদের একগাল মাছি৷

https://p.dw.com/p/Oswa
মামলা খারিজ জ্যাকসন এবং তাঁর পরিবারের বিরুদ্ধেছবি: AP

মাইকেল জ্যাকসন মারা গেলেন গত বছর৷ এই তো ক'দিন আগে হয়ে গেল তাঁর মৃত্যুবার্ষিকী হয়ে গেল বিশ্বজুড়ে৷ কিন্তু আদালতে মামলা এখনও ফুরোয় নি৷ এই তো শুক্রবার অল গুড এন্টারটেইনমেন্টের চল্লিশ মিলিয়ন ডলারের চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিলেন আদালত৷ মামলা আনা হয়েছে জ্যাকসন এবং তাঁর পরিবারের বিরুদ্ধে৷ মামলাকারী

অল গুড এন্টারটেনমেন্ট সংস্থার দাবি, মৃত্যুর দুই সপ্তাহ আগে নাকি জ্যাকসন একটি জলসায় গাওয়ার চুক্তি করেছিলেন তাদের সঙ্গে৷ সেই চুক্তিভঙ্গ হয়েছে জ্যাকসনের অকালমৃত্যুর কারণে৷ অতএব ক্ষতিপূরণ দিতে হবে৷

Flash Galerie Michael Jackson in Deutschland
অকালমৃত্যুও রুখতে পারেনি বিতর্কের স্রোতছবি: AP

বিচারপতি হ্যারল্ড বায়ারের আদালতে ওঠা ৪০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণের এই মামলাটিকে প্রমাণাভাবে খারিজ করে দিয়েছেন আদালত৷ বলা হয়েছে, জ্যাকসন যে আদতেই চুক্তি সই করেছিলেন, এমন কোন তথ্য দিতে পারে নি এই অল গুড সংস্থা৷ অতএব যেখানে প্রমাণ নেই, সেখানে কোন ক্ষতিপূরণও নেই৷

অল গুড এন্টারটেনমেন্ট অবশ্যি আশা ছাড়ে নি৷ তারা আবারও আপিল করবে বলে শাসিয়েছে৷ মৃত্যুর আগে এরকম বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসন৷ কিন্তু মাত্র ৫০ বছর বয়সে অকালে চলে গিয়ে সেসবের কোন কথাই রাখতে পারেন নি তিনি৷ এরমধ্যে গত জুলাইতে লন্ডনের ও টু এরিনায় একাধিক অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল মাইকেলের৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম