জোলি বনাম এ্যানিস্টন | সমাজ সংস্কৃতি | DW | 27.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সমাজ সংস্কৃতি

জোলি বনাম এ্যানিস্টন

এ্যাঞ্জেলিনা জোলি হলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী, স্রেফ ফিল্ম প্রতি যে অর্থ পান, তার হিসেবে৷ জেনিফার এ্যানিস্টন টিভি থেকে এসে সেলুলয়েডের পর্দা জয়ের অসাধ্যসাধন করেছেন৷ কিন্তু আজ?

default

এ্যাঞ্জেলিনা জোলি

জোলি'কে দিয়েই শুরু করা যাক৷ সর্বশেষ খবর: জোলি এই প্রথম পরিচালক হিসেবে আবির্ভূত হতে চলেছেন৷ শুধু তাই নয়, চিত্রনাট্য লেখা থেকে প্রযোজনা, পরিচালনা, সবই হবে তাঁর কাজ৷ এমনকি তাঁর নাকি সেই ছবিতে অভিনয় করারও কথা ছিল৷ পরে শোনা গেল, না, সেটুকু অন্তত নয়৷

ছবির পটভূমি হবে বসনিয়ার যুদ্ধ৷ একটি প্রেমের কাহিনী৷ তবে প্রেমিক একজন সার্ব এবং প্রেমিকা বসনিয়ার এক নারী৷ দু'জনের প্রেমে পড়া ঠিক বসনিয়া যুদ্ধের মাঝখানে৷ ফলে তাদের পথও সেখানেই আলাদা হয়ে যায়৷ ছবিটা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, অর্থাৎ কোনো পক্ষেরই সাফাই গাইবে না৷ অভিনেতা-অভিনেত্রীরাও হবে দু'তরফের৷ ছবির এযাবৎ নাম পর্যন্ত নেই৷ তবে ঐ যে একটা নাম আছে, সেটাই যথেষ্ট: এ্যাঞ্জেলিনা জোলি৷

তিনি আবার গত সপ্তাহে সারাজেভো গিয়েছিলেন ইউএনএইচসিআর'এর গুডউইল এ্যাম্বাস্যাডার বা শুভেচ্ছা দূত হয়ে৷ সেখানকার বেতার থেকেই খবরটা ছড়ায় যে জোলি স্বয়ং তাঁর ফিল্মে অভিনয় করবেন৷ পরে জোলির এজেন্ট ‘ভ্যারাইটি' পত্রিকাকে বলেন, জোলি তাঁর ছবিতে নিজে অবতীর্ণ হবেন না৷

Schauspielerin Jennifer Aniston

জেনিফার এ্যানিস্টন

‘ব়্যাচেল'

ওদিকে হলিউডের টপ তারকাদের লিস্ট থেকে জেনিফার এ্যানিস্টনের নাম বাদ পড়তে চলেছে বলে গুজব, বিশেষ করে তাঁর সর্বশেষ ফিল্ম, ‘‘দ্য সুইচ'', বক্স অফিসে ভোঁ-কাট্টা হবার পর৷ এক মহিলা কৃত্রিম পরিনিষেক থেকে গর্ভবতী হবার প্রচেষ্টা করতে গিয়ে যে চমক পেলেন, তাই নিয়ে কাহিনী৷ হিট হবার কথা, হল ফ্লপ৷ প্রথম সপ্তাহান্তে মাত্র আট মিলিয়ন ডলারের কিছু বেশী টিকিট বিক্রী৷ তাহলে?

আসল কথা, জমাটি ‘‘ফ্রেন্ডস'' টিভি সিরিজের ব়্যাচেল'কে ভালোবেসে ফেলেছিল সারা পৃথিবীর মানুষ৷ পরে জেনিফার এ্যানিস্টন ব্র্যাড পিট'কে বিবাহ এবং বিচ্ছেদ করে জনমানসে হাজির থাকেন, ব্র্যাড যান জোলির কাছে ‘ব্র্যাঞ্জেলিনা' হিসেবে জুটি বাঁধতে৷ - যাই হোক, এ্যানিস্টনের মুশকিল হল, ‘প্রিটি উওমান' জুলিয়া রবার্টস'এর মতো তাঁকে একক রোমান্টিক হিরোইন হিসেবে দেখতে পছন্দ করে না দর্শকরা৷ দর্শকরা তাঁকে চায় জোরালো কোনো পুরুষ অভিনেতার সঙ্গে৷ তাঁর হিট ছবিগুলো ওভাবেই তৈরী হয়েছে৷

আর সকলেই জানে, ব়্যাচেল ওরফে এ্যানিস্টন যদি কোনোদিন আবার ছোট পর্দায় ফিরতে চান, তবে তাঁর চেয়ে বড় স্টার আর কেউ থাকবে না৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক

বিজ্ঞাপন