1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেনি পেরেজ

১৩ জুলাই ২০১৭

জেনি পেরেজ তাঁর মাতৃভূমি চিলি থেকে ২০০৮ সালে জার্মানি আসেন৷ এখন তিনি ডয়চে ভেলের স্প্যানিশভাষী সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক৷ ‘ডয়চে ভেলে নোটিসিয়াস’-এর প্রধান সঞ্চালক তিনি৷

https://p.dw.com/p/2gT6V

ডয়চে ভেলেতে আসার পূর্বেই তিনি আন্তর্জাতিক রিপোর্টার হিসাবে দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করেন৷ আন্তর্জাতিক শ্রোতাদের জন্য প্রেক্ষাপটসহ সংবাদ উপস্থাপনে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে৷ চিলিতে আন্তর্জাতিক সংবাদ উপস্থাপক হিসাবে তিনি চিলির ‘আন্তর্জাতিক রাজনৈতিক এজেন্ডা’ কাভার করেন৷ ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকায় বিশেষ দূত হিসাবেও কাজ করেছেন তিনি৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বহু আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন কাভার করেছেন৷ সেখানে তিনি একেবারে ভেতর থেকে খবর বের করে আনেন, সাক্ষাৎকার নেন রাজনীতিক এবং অন্য নেতাদের৷ মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং দুর্নীতির উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন৷ সাক্ষাৎকার উপস্থাপন এবং ক্ষমতাসীনদের জবাবদিহিতা নিশ্চিতে রাজনীতি এবং অর্থনীতির বিষয় তুলে আনায় তাঁর বিশেষ ব্যুৎপত্তি রয়েছে৷