1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুন মাসে ইইউতে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

২০ সেপ্টেম্বর ২০২৪

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট শুক্রবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে৷ গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম৷

https://p.dw.com/p/4ku57
সাইপ্রাসের পোরনারা শরণার্থী ক্যাম্প
কট্টরপন্থিদের চাপ বাড়ায় অভিবাসন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সরকার কঠোর হচ্ছেছবি: Christina Assi/AFP via Getty Images

মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা৷ এরপরে আছেন ভেনেজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকেরা৷

মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইটালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ৷ ইউরোস্ট্যাট বলছে, ২.৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই৷

২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি৷ গতবছরের জুন মাসের চেয়ে হারটি ২৭ শতাংশ কম৷

জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে৷

গত সোমবার থেকে জার্মানির সব স্থলসীমান্তে পুলিশ নিয়ন্ত্রণ শুরু করেছে৷ ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)