dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
স্তন অস্বাভাবিক বড় হওয়ার অসুখের নাম জায়গ্যান্টোম্যাস্তিয়া৷ দশ বছর আগে কেনিয়ার রুথ মাকেনা মুগার এই রোগ হয়েছিল৷ পরে তিনি অস্ত্রোপচার করান৷ এখন এই রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ও রোগীদের সহায়তা দিতে তিনি একটি ফাউন্ডেশন পরিচালনা করছেন৷
বেরিল আচিয়েং/জেডএইচ