জার্মানি: লোয়ার লিগের ফুটবল ম্যাচ গড়াপেটা নিয়ে তদন্ত শুরু
৮ সেপ্টেম্বর ২০২৪পুলিশ জানায়, স্পোর্টস বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে কারসাজির সন্দেহে দেশের লোয়ার লিগের ১৭টি ফুটবল ম্যাচ তদন্ত শুরু হয়েছে৷
পশ্চিমাঞ্চলীয় রাজ্য হেসে এবং সারল্যান্ডের কর্তৃপক্ষ বলেছে, তাদের এখতিয়ারে থাকা ‘নির্দিষ্ট' ম্যাচগুলোর বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে৷ অন্যদিকে জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (বিকেএ) বলেছে, তারা ‘প্রক্রিয়াটিতে কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকায় যুক্ত আছে'৷
হামবুর্গার মরগেনপোস্ট সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের নভেম্বর থেকে জার্মানির পেশাদার তৃতীয় বিভাগ (৩. লিগা), আধা-পেশাদার চতুর্থ স্তর (রিজিওনাললিগা) এবং অপেশাদার পঞ্চম স্তরের (ওবারলিগা) ম্যাচগুলোতে গড়াপেটা বা জুয়ার উদ্দেশ্যে কারসাজি করা হয়েছে৷
কী নিয়ে তদন্ত
প্রশ্ন উঠেছে ১৭টি ম্যাচ নিয়ে৷ কর্তৃপক্ষ বলেছে, তারা রেফারির সন্দেহজনক সিদ্ধান্ত এবং গোলরক্ষক এবং ডিফেন্ডারদের অস্বাভাবিক আচরণের দিকে নজর দিচ্ছে৷
যারা এই কারসাজিতে যুক্ত, তারা ডার্ক ওয়েবে ডিজিটালভাবে আলোচনা করতেন বলে জানা গিয়েছে৷ চ্যাট প্রোটোকলের মাধ্যমে জানা যায়, বেআইনিভাবে অর্জিত জয়গুলি বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রায় পরিশোধ করতে হবে৷
হ্যামবুর্গার আবেন্ডব্লাট সংবাদপত্র গত সপ্তাহে দুটি সন্দেহজনক ঘটনার উল্লেখ করেছে৷
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) বলেছে, তাদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তবে কর্তৃপক্ষের পাশাপাশি নিজস্ব পর্যবেক্ষণ অংশীদার জিনিয়াস স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে তারা৷ জিনিয়াস স্পোর্টস জানিয়েছে, ‘‘চলমান তদন্তের কারণে মন্তব্য করা সম্ভব নয়৷''
অপেশাদার খেলায় কোনোরকমের বাজি ধরা জার্মানিতে বেআইনি, তবে প্রাসঙ্গিক আইন বিদেশি বাজি সংস্থাগুলোর জন্য নয়৷
গত বছরের শেষে, পাবলিক প্রসিকিউটররা একটা বাজি সংস্থার থেকে নির্দিষ্ট খবর পেয়েছিল৷ তারপর এফএসভি ফ্রাঙ্কফুর্টের সঙ্গে জড়িত চতুর্থ-স্তরের একটি ম্যাচে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক বাজি রাখা হয়েছিল সেটা পর্যবেক্ষণ করে তা নিয়ে তদন্ত শুরু করে৷
গেমরাইটের প্রতিষ্ঠাতা হ্যানেস বেউকের মতে, অপেশাদার খেলায় ম্যাচ গড়াপেটার সম্ভাবনা বেশি কারণ খেলোয়াড় এবং রেফারিরা কম অর্থ উপার্জন করেন৷
হোয়েৎসার ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির স্মৃতি
জার্মানির কুখ্যাত ২০০৫ ম্যাচ-গড়াপেটার কেলেঙ্কারির স্মৃতিকে পুনরুজ্জীবিত করছে বর্তমান তদন্তগুলো৷ সেইসময় সাবেক রেফারি রবার্ট হোয়েৎসারকে দুই বছর পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল৷ এছাড়াও এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন রেফারি ফেলিক্স স্ভোয়ায়ের৷
আরকেসি/আরআর (ডিপিএ, এপি, এএফপি)