1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সিনেমা হলে অভিযুক্তকে গুলি পুলিশের

১১ অক্টোবর ২০২৪

পুলিশ গুলি করার আগে একের পর জায়গায় আগুন লাগিয়েছিল ওই ব্যক্তি। তবে ঘটনায় হতাহতের খবর মেলেনি।

https://p.dw.com/p/4leqr
জার্মান পুলিশ
আক্রমণকারীকে লক্ষ্য করে পুলিশের গুলিছবি: Christoph Reichwein/dpa/picture alliance

বৃহস্পতিবার রাতে জার্মানির ক্রেফেল্ডে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একটি বাড়ির উপরতলায় আগুন লাগিয়ে দেয়। স্থানীয় এমপ্লয়মেন্ট অফিসে একটি ডিভাইস ছুঁড়ে আগুন লাগানোর চেষ্টা করে। ওষুধবাহী একটি গাড়িতেও আক্রমণ চালায়। ঘটনায় গাড়ির জানালা ভেঙে যায়। গাড়ির একটি অংশে পোড়া দাগও দেখা গেছে।

জার্মানিতে বেড়েছে অপরাধ

পুলিশ জানিয়েছে, সন্ধে ৭টা ৫০ নাগাদ প্রথম তারা বিষয়টি জানতে পারে। এরপরেই ওই ব্যক্তির পিছনে ধাওয়া করা হয়। প্রথম তিনটি ঘটনা ঘটিয়ে ওই ব্যক্তি সিনেমা হলের সামনে পৌঁছে যায়। তার পাশেই রেল স্টেশন। সিনেমা হলের গেটের সামনেই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

সিনেমা হল সিল করে দিয়েছে পুলিশ। তার সামনে ব্যারিকেড লাগানো হয়েছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, আতঙ্কের আর কোনো কারণ নেই। ওই ব্যক্তি একা ছিল বলেই মনে করা হচ্ছে।

ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। কেন সে একাজ করলো, তা-ও এখনো স্পষ্ট নয়। পুলিশের তরফেও এখনো পর্যন্ত এবিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এসজি/জিএইচ (ডিপিএ, এএফপি)