1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বন শহরে শিশুর মৃত্যু, মা আটক

৬ মার্চ ২০২৪

জার্মানির বন শহরে সোমবার রাতে একটি ফ্ল্যাট থেকে ছয় বছরের এক শিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়৷ মঙ্গলবার বিকালে তার মাকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/4dDJh
জার্মানির পুলিশ
(ফাইল ছবি) মৃত শিশুর মাকে সন্দেহভাজন খুনি হিসেবে আটক করেছে পুলিশ৷ছবি: Thomas Banneyer/dpa/picture alliance

বনের বাড গোডেসবার্গ এলাকায় এই ঘটনা ঘটেছে৷

সোমবার রাত সোয়া ৯টার দিকে জরুরি নম্বরে ফোন করে এক নারীর রাইন নদীতে ঝাঁপিয়ে পড়ার খবর দেওয়া হয়৷ পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঐ নারীকে নদী থেকে টেনে তোলেন দুই পথচারী৷ এরপর তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণ পর ঐ নারী পুলিশ ও উদ্ধারকর্মীদের একটি ঠিকানা দিয়ে সেখানে তার মেয়ের খবর নিতে বলেন৷ জরুরি সেবা কর্মীরা ঐ ফ্ল্যাটে গিয়ে অজ্ঞান অবস্থায় ছয় বছর বয়সি এক শিশুকে পান৷ পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়৷

শিশু মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড সন্দেহে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ৷ মঙ্গলবার বিকালে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৪৬ বছর বয়সি ঐ নারীকে সন্দেহভাজন খুনি হিসেবে আটক করা হয়েছে৷ পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তাকে বিচার-পূর্ববর্তী জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখতে চাইলে ম্যাজিস্ট্রেট তা অনুমোদন করেন৷

পুলিশের মুখমাত্র রব্যার্ট শল্টেন জানান, ফরেনসিক মেডিসিনের মাধ্যমে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে৷ এটি একটি হত্যাকাণ্ড বলে বর্তমানে সন্দেহ করা হচ্ছে৷ এর সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি৷ অপরাধ সংঘটনের সময় শিশুটির বাবা শহরের বাইরে ছিলেন৷

জেডএইচ/এসিবি (গেনেরাল-আনসাইগার)