জার্মানির ড্রেসডেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ
১৯৪৫ সালের ১৩ ফেব্রুয়ারি মিত্রশক্তির বোমা হামলায় জার্মানির ড্রেসডেন শহরের প্রায় ২৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ মঙ্গলবার সন্ধ্যায় তাদের স্মরণ করেন শহরের বর্তমান বাসিন্দারা৷
বোমা হামলায় বিধ্বস্ত ড্রেসডেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ১৩ ফেব্রুয়ারি মিত্রশক্তির বোমা হামলায় জার্মানির ড্রেসডেন শহর প্রায় ধুলোয় মিশে গিয়েছিল৷ মারা গিয়েছিলেন প্রায় ২৫ হাজার জন৷
মানববন্ধন কর্মসূচি
ঐ হামলায় নিহতদের স্মরণ করতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ড্রেসডেনের কয়েক হাজার মানুষ মানববন্ধন তৈরি করেন৷ এই সময় তারা কিছু মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকেন৷ আর গির্জায় বেল বাজতে থাকে৷ ২০১৪ সাল থেকে প্রতিবছর এই কর্মসূচি পালিত হচ্ছে৷
কভেন্ট্রির নিহতদের স্মরণ
মানববন্ধনের অংশগ্রহণকারীরা ১৯৪০ সালে ড্রেসডেনের টুইন শহর ইংল্যান্ডের কভেন্ট্রিতে জার্মানির বোমা হামলায় নিহতদেরও স্মরণ করেন৷
শান্তি ও গণতন্ত্রের পক্ষে
জার্মানির সাক্সোনি রাজ্যের রাজধানী ড্রেসডেন৷ এই রাজ্যে জার্মানির চরম ডানপন্থি দল এএফডির জনপ্রিয়তা অনেক৷ পুরো জার্মানিজুড়েই জনপ্রিয়তার বিচারে এএফডি এখন দ্বিতীয় বৃহত্তম দল৷ তাদের এমন জনপ্রিয়তা বৃদ্ধির বিরোধিতায় অনেক জার্মান এখন নিয়মিত বিক্ষোভ দেখাচ্ছেন৷ ড্রেসডেনের এ বছরের মানববন্ধন কর্মসূচি থেকে শান্তি ও গণতন্ত্রের পক্ষে সংকেত পাঠানোর চেষ্টা হয়েছে৷
এএফডির কর্মসূচি
মঙ্গলবার সন্ধ্যায় এএফডি দল অন্যান্য ডানপন্থি সংগঠনের সঙ্গে মিলে ড্রেসডেনের পুরোনো বাজার চত্বরে কর্মসূচি পালন করেছে৷ একই জায়গায় কর্মসূচি পালন করেছে কট্টর বামপন্থিরাও৷ পুলিশ উপস্থিতির কারণে বড় সমস্যা ছাড়াই দুটি কর্মসূচি শেষ হয়েছে৷