জার্মানির কোলন শহরে বিস্ফোরণ
১৬ সেপ্টেম্বর ২০২৪বিজ্ঞাপন
নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকা সোমবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে৷ বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ-সড়ক বন্ধ করে দেয়া হয়৷
বিভিন্ন জার্মান সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা ডিপিএর খবর অনুযায়ী, সেখানে পুলিশের বড় ধরনের অভিযান চলছে৷
বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি
কোলন শহরের হোহেনজলের্নরিং পাড়াটি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত৷ সেই অঞ্চলেই বিস্ফোরণটি হয় বলে জানা গেছে৷
বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷
রেডিও কোলনের খবর বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন, তবে আর কোনো সংবাদ মাধ্যমে হতাহতের কোনো খবর আসেনি৷
কী কারণে এই বিস্ফোরণ এখনো তা জানা যায়নি৷
এসএস/এসিবি (ডিপিএ, রয়টারস)