যে কারণে বিতর্ক
এই দেশগুলো ইয়েমেন ও লিবিয়ার একটিতে অথবা দুইটিতেই রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত৷ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীদের দমনে হামলা চালিয়েছে৷ জোটে আছে আরব আমিরাত, মিসর, কুয়েত, জর্ডান ও বাহরাইন৷ ছয় বছরের যুদ্ধে দুই লাখ ৩৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ অন্যদিকে লিবিয়ার গৃহযুদ্ধে দুইটি বিবদমান পক্ষকে মদত দিয়ে আসছিল কাতার, তুরস্ক এবং আরব আমিরাত ও মিসর৷ যদিও বর্তমানে সেখানে অস্ত্র বিরতি চলছে৷