জার্মানিতে রোজার মাস
জার্মানিতে প্রায় ৪০ লাখ মুসলমানের বসবাস৷ তাঁদের মধ্যে প্রায় ২,৫ মিলিয়নই তুর্কি বংশোদ্ভূত৷
জার্মানিতে তুর্কি মুসলমানই বেশি
জার্মানিতে প্রায় ৪০ লাখ মুসলমানের বসবাস৷ তাঁদের মধ্যে প্রায় ২,৫ মিলিয়নই তুর্কি বংশোদ্ভূত৷ বাকিরা এসেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর আফ্রিকা ও অন্যান্য দেশ থেকে৷ জার্মানির বিভিন্ন শহরে অনেক মসজিদ রয়েছে এবং এর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷
সেনাবাহিনীতে বিশেষ খাবারের ব্যবস্থা
জার্মান সেনাবাহিনীতে রয়েছে প্রায় হাজার খানেক মুসলমান সৈন্য৷ বিশেষ ব্যবস্থা হিসেবে রোজার সময় মুসলমান সৈন্যদের জন্য রাতেও ক্যান্টিন খোলা রাখা হয়৷
রোজার মাস ত্যাগের মাস
রোজার মাস ত্যাগের আর সংযমের মাস৷ রোজা শুরু হওয়ার ঠিক আগের দিন কোলনে একটি তুর্কি ‘বেকারি’ থেকে সরিয়ে ফেলা হচ্ছে মিষ্টিজাতীয় লোভনীয় খাবারগুলো৷
তারাবির নামাজ
জার্মানির মসজিদগুলোতে সারা বছরই নামাজ পড়া ও ইবাদত করা হয়৷ তবে রোজার মাসে স্বাভাবিকভাবেই বিশেষ আয়োজন থাকে৷ প্রতিদিনই পড়া হয় তারাবির নামাজ৷ কোলনের একটি মসজিতে তারাবির নামাজে অংশ নেন বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানরা৷
ইফতার খাওয়া
সারাদিন রোজা রাখার পর, অন্যান্য দেশের মতো জার্মানির বিভিন্ন মসজিতে ইফতারের আয়োজন করা হয়ে থাকে এবং যে কেউ এই ইফতারে অংশ নিতে পারেন৷ ইফতারের জন্য অনেকেই বাড়ি থেকে প্রচুর খাবার পাঠিয়ে দেন, যাতে রোজাদাররা ভালোভাবে ইফতার করতে পারেন৷ তুর্কি মসজিদগুলোতে অনেকেই শুধু খেজুর আর দুধ দিয়ে রোজা ভেঙে নামাজ পড়েন এবং পরে সবাই মিলে ইফতার করেন৷
মুসলমান মহিলারা
অনেক সময় আলাদাভাবে শুধু মহিলাদের জন্য ইফতারের আয়োজন করা হয়ে থাকে৷ তাঁরা একত্রে নামাজ পড়েন এবং ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন৷ সেই আলোচনায় স্থান পায় অভিবাসী পরিবারের নানা সমস্যার কথাও৷
রোজার সময় ভিড় কম
জার্মানিতে রয়েছে প্রচুর তু্র্কি রেঁস্তোরা৷ এই রেঁস্তোরার মালিকের ভাষায়, অন্য সময় অনেক ভিড় হলেও রোজার মাসে মানুষ কম আসে৷ রোজার সময় আলাদাভাবে রাতের খাবার তৈরি করা হচ্ছে ছবিতে৷
বাঙালি মসজিদ
বন শহরে বাঙালিদের উদ্যোগে একটি মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে শুধু বাঙালি মুসলমান নন অন্যান্য দেশের মুসলমানও আসেন নামাজ পড়তে এবং রোজার সময় ইফতার করতে৷
বার্লিনের মসজিদ
এই মসজিদটি বার্লিন শহরে, যেখানে বিভিন্ন দেশের মুসলমানরা, বিশেষকরে রোজার সময় একত্রিত হয়ে নামাজ পড়েন, কোরান পড়েন এবং দোয়া করেন সবার মঙ্গল ও শান্তির জন্য৷