জার্মানিতে রেকর্ডসংখ্যক পুলিশের উপর হামলা
২০ আগস্ট ২০২৪একটি কয়লাখনি সম্প্রসারণ করতে চাওয়ায় ল্যুটসেরাট গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল৷ এই ঘটনা ঠেকাতে পরিবেশকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন৷ এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ঐ স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল৷
জার্মান ফেডারেল পুলিশ সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, হামলার কারণে গতবছর ৭৯৩ জন পুলিশ আহত হয়েছেন৷ এর মধ্যে ৮৮ জন সদস্য পরবর্তীতে দায়িত্ব পালনে সক্ষম ছিলেন না৷
টহল, তদন্তকাজ এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হওয়া ব্যক্তিদের তাদের দেশে ফেরত পাঠানোর সময় পুলিশের উপর বেশি হামলা হয়েছে৷ এছাড়া রেল চলাচলে নিরাপত্তা দেওয়া ও ফুটবল ম্যাচ চলার সময়ও হামলা হয়েছে৷
হামলাকারীদের ৭৮ শতাংশ পুরুষ ছিলেন৷ আর প্রায় অর্ধেক হামলাকারী ঘটনার সময় মদ্যপ ছিলেন৷
অনেক হামলাকারীকে পুলিশ আগে থেকেই চিনতো৷ এক-চতুর্থাংশ হামলাকারী আগেও অপরাধে জড়িত ছিলেন৷
জেডএইচ/এসিবি (ইপিডি, ডিপিএ)