জার্মানির রাজধানী বার্লিনে পবিত্র রমজান উপলক্ষে একটি চার্চ জুম্মার নামাজের জন্য মুসলিমদের ছেড়ে দিয়েছে৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মুসলিমদের মসজিদগুলোতে জায়গার সংকুলান না হওয়ায় এই আহ্বান৷ জার্মানির মুসলিমরা একে স্বাগত জানিয়েছেন৷
ইব্রাহীম নাশাত/জেডএ