জার্মানিতে উচ্চশিক্ষা
জার্মানিতে পড়তে আসার জন্য বাংলাদেশের অনেক শিক্ষার্থীই ইদানিং আগ্রহ দেখাচ্ছেন৷ তবে সেই ক্ষেত্রে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষা৷ আমাদের দেশে ছোটবেলা থেকেই ইংরেজি শেখানোর কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগটা সহজ বলে মনে হয়৷ তবে সেদেশে পড়তে গেলেও কিন্তু টোফেল কিংবা আইএলটিএস দিয়েই যেতে হয়৷ অন্যদিকে জার্মানির বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে ‘টেস্টডাফ' কিংবা ‘ডিএসএইচ' পরীক্ষাটি দিতে হয়৷ তবে এই ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে৷ যেমন বিজ্ঞান বিষয়ক বিষয়গুলো পড়তে গেলে জার্মান ভাষাটা ততটা জরুরি হয়ে ওঠে না৷ যেমন আখেন ইউনিভার্সিটির ছাত্র আবদুল্লাহ আল মামুন৷ তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করছেন৷ জার্মানিতে আসার আগে তিনি ইটালিতেও এক বছর পড়াশোনা করেছেন৷ নিজ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ইউরোপে পড়াশোনার ক্ষেত্রে আমি আসলে কোন ধরণের সমস্যার মুখে পড়ি নাই৷ আমাদের প্রফেসর এবং টিচার অ্যাসিস্টেন্টরা যেভাবে আমাদের ক্লাস নেয় কিংবা ওয়েব পোর্টালের মাধ্যমে যেভাবে আমরা পড়াশোনা করি তাতে খুব একটা সমস্যা হয় না৷ ক্লাসের বেলায় সবই ইংরেজিতে, এমনকি রেফারেন্স বুকগুলোও ইংরেজিতে হয়৷ তাই পড়াশোনার ক্ষেত্রে কোন সমস্যা নেই৷ তবে আশেপাশে চলতে গেলে, কোথাও কেনাকাটা করতে গেলে ভাষাটা জানতে হয়৷ এটি খুবই স্বাভাবিক, ইউরোপে আসবো ভাষাটা জানবো না?''
তবে সবার বেলাতে যে মামুনের মত অভিজ্ঞতা হয় তা কিন্তু নয়৷ এই যেমন সাবরিনা ফাতিমার কথাই বলা যাক৷ গ্যোটিঙেন ইউনিভার্সিটিতে হাইড্রোজিওলজি নিয়ে মাস্টার্স করছেন তিনি৷ তার কাছে মনে হয়েছে, ভাষার কারণে তার সমস্যা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘ এখানে ভাষাটা একটা বড় সমস্যা৷ যদিও আমি ইংরেজি মাধ্যমে পড়ছি, তবে আমার সিলেবাসটাও জার্মান ভাষাতে দেওয়া৷ এই একটাই সমস্যা আমি মোকাবিলা করেছি৷ এর বাইরে আমার তেমন কোন সমস্যা হয় নি৷ আর আমরা আমাদের বিভাগের চেয়ারম্যানের সঙ্গে মিটিংএও বিষয়টি তুলে ধরেছি৷ তারাও বিষয়টি স্বীকার করেছেন৷ পড়াশোনাটা ইংরেজি মাধ্যমে হলেও এর বাইরে সবকিছুই জার্মান ভাষাতে৷''
এই সমস্যা দূর করতে জার্মানিতে দিন দিন বাইলিংগুয়াল বা দ্বিভাষিক কোর্সের সংখ্যা বাড়ছে৷ এর আওতায় জার্মান এবং ইংরেজি দুটোরই সুযোগ থাকছে৷ ফলে এই দুই ভাষাতেও ছাত্রছাত্রীদের দক্ষতা দরকার৷ তবে শিক্ষাজীবন শেষে যদি কেউ জার্মানিতে ক্যারিয়ার গড়ে তুলতে চায় তাহলে তাকে অবশ্যই জার্মান জানতে হবে, এমন মত দিলেন সাবরিনা ফাতিমা৷ তার ভাষায়, ‘‘আমার কাছে মনে হয়েছে এখানে ভাষা জানাটা খুব জরুরি৷ ভাষাটা জানলে এখানে ক্যারিয়ার করা খুব সহজ হবে বলে আমার মনে হয়৷ তাই জার্মানিতে যারা আসতে চায় তারা জার্মান কিংবা ইংরেজিতে যে মাধ্যমেই পড়ুক না কেন, তাদের এই বিষয়টির ওপর জোর দিতে হবে৷ এছাড়া কেউ যদি পড়াশোনার পর জার্মানিতে থেকে যেতে চায় তাহলে জার্মানটা জানতে হবে৷''
শ্রোতাবন্ধুরা আপনাদের কাছ থেকে আমরা অনেক সময় চিঠি পেয়ে থাকি জার্মানিতে পড়াশোনা নিয়ে৷ আপনারা সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবরাখবর জানতে চান৷ আপনাদের প্রতিটি চিঠির জবাব সঙ্গত কারণেই আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়৷ এই জন্য আমরা প্রতি সপ্তাহে এই ক্যাম্পাস অনুষ্ঠানটি করে থাকি৷ যেখানে জার্মানিতে পড়াশোনার নানা দিক তুলে ধরা হয়৷ আর জার্মানিতে পড়াশোনার বিস্তারিত তথ্য আপনারা সবসময় পাবেন আমাদের ওয়েবসাইটে, ঠিকানা dw.de/bengali.
এছাড়াও আপনারা বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্টুডেন্ট সেন্টার, যাদের কাজ হলো আগ্রহীদের প্রশ্নের জবাব দেওয়া৷ তাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাদের কোন প্রশ্ন থাকলে সরাসরি জার্মানির যে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেন্টারে ইমেল করা৷ ইমেল আপনারা ইংরেজিতেই লিখতে পারেন৷ আশা করা যায় আপনারা সেসব প্রশ্নের জবাব পাবেন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন