1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভিবাসীর প্রয়োজন পড়বে

১২ ফেব্রুয়ারি ২০১৯

জার্মানির ব্যার্টেলসমান ফাউন্ডেশনের এক গবেষণা বলছে, আগামী ২০৬০ সাল পর্যন্ত জার্মানিতে প্রতিবছর গড়ে কমপক্ষে ২৬০,০০০ জন অভিবাসীর প্রয়োজন পড়বে৷ এর মধ্যে ইউরোপের বাইরে থেকে আনতে হবে অন্তত ১৪৬,০০০ জন৷

https://p.dw.com/p/3DCCq
Deutschland Wirtschaftsaufschwung
ছবি: Getty Images/J.-U. Koch

ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন দেশে জীবনমানের উন্নয়ন হতে পারে ধরে নিয়ে গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে কাজ পেতে ইউরোপীয়দের জার্মানিতে আসার যে ধারা শুরু হয়েছিল, সেটা ভবিষ্যতে না থাকার সম্ভাবনাই বেশি৷সেক্ষেত্রে জার্মানির জনশক্তির চাহিদা মেটাতে ইউরোপের বাইরে থেকে জনশক্তি আমদানি করতে হবে৷

ব্যার্টেলসমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইয়র্গ ড্র্যাগার জানান, ২০১৭ সালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাত্র ৩৮ হাজার অভিবাসী জার্মানিতে এসেছেন৷

গবেষকরা বলছেন, জার্মানিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০৬০ সাল পর্যন্ত প্রায় এক কোটি ৬০ লক্ষ জনশক্তির অভাব দেখা দেবে৷ এই অভাব পূরণ করতে অভিবাসীদের সহায়তা না নিলে বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ জার্মানির অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে গবেষকরা মনে করছেন৷

গবেষণার ফলাফল বলছে, মাঝারি ও উচ্চ দক্ষতাসম্পন্নঅভিবাসীদের আকৃষ্ট করতে জার্মানিকে শিগগিরই অভিবাসন আইন প্রণয়ন করতে হবে৷ সেইসঙ্গে ইন্টিগ্রেশন কর্মসূচিরও প্রসার ঘটাতে হবে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য