1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ছবি: Jonas Walzberg/dpa/picture alliance

জার্মানিতে ট্রেনে ছুরি-হামলায় মৃত দুই

২৬ জানুয়ারি ২০২৩

জার্মানিতে ট্রেনে ছুরি-হামলা। মৃত দুই। ডেনমার্ক সীমান্তের কাছে শ্লেসউইগ হলস্টাইনে এই ঘটনা ঘটেছে।

https://p.dw.com/p/4MhdB

রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রী  সংবাদসংস্থা ডিপিএ-কে বলেছেন, ছুরিকাঘাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে ফেডারেল পুলিশের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ট্রেনের ভিতরে সহযাত্রীদের লক্ষ্য করে ছুরি চালাতে থাকে। বুধবার স্থানীয় সময় বেলা তিনটের সময় এই ঘটনা ঘটে।

এখনো পর্যন্ত যা জানা গেছে

ট্রেন যখন ফকস্টিড স্টেশনের কাছে তখন এই ঘটনা ঘটে। হ্যামবুর্গের উত্তরের এই স্টেশনের কাছে হাজার দুয়েক মানুষের বাস।

ঘটনার পরেই স্টেশন বন্ধ করে দেয়া হয়।
ঘটনার পরেই স্টেশন বন্ধ করে দেয়া হয়। ছবি: Jonas Walzberg/dpa/picture alliance

ট্রেন থেকে একাধিক যাত্রী সাহায্য়ের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্টেশনে ট্রেন থামামাত্র অভিযুক্তকে গ্রেপ্তারকরে পুলিশ। স্টেশনটি বন্ধ করে দেয়া হয়। সেখানে জরুরি পরিষেবা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখা গেছে তার নাম কোনো চরমপন্থিদের তালিকায় নেই। তবে রেলের কর্মীরা ডিপিএ-কে জানিয়েছেন, যুবকটিকে দেখে মনে হয়েছে সে মানসিক ভারসাম্যহীন।

জিএইচ/এসজি(ডিপিএ, এএফপি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সমমনা দলগুলোকে দিয়ে বিএনপি একাধিক জোট গঠন করেছে

নির্বাচনী প্রস্তুতি আওয়ামী লীগের, শরিক নিয়ে আন্দোলনে বিএনপি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান