জার্মানরা জলবায়ু পরিবর্তনের চেয়ে অভিবাসন নিয়ে বেশি আতঙ্কিত
১১ মে ২০২৪বুধবার প্রকাশিত গবেষণাটি করেছে ‘অ্যালায়েন্স অফ ডেমোক্রেসিস ফাউন্ডেশন'৷
প্রতি চারজন ইউরোপীয়র মধ্যে একজন মনে করেন, সরকারের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় ‘অভিবাসন কমানোর' বিষয়টি থাকা উচিত৷ ২০২২ সালের আগে এমন মনে করা ইউরোপীয়র সংখ্যা ছিল প্রতি পাঁচজনে একজন৷
জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করা মানুষের সংখ্যা কমছে বলে গবেষণায় জানা গেছে৷ ‘‘২০২৪ সালে প্রথমবারের মতো বেশিরভাগ ইউরোপীয়র কাছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে অভিবাসন কমানো বেশি অগ্রাধিকার পেয়েছে,'' বলে গবেষণার ফলাফল বলছে৷
এই তালিকায় সবার উপরে আছে জার্মানি৷ ২০২২ সালে প্রতি চারজন জার্মান নাগরিকের একজন (২৫ শতাংশ) বলেছিলেন অভিবাসন কমানো তাদের মূল অগ্রাধিকার৷ ২০২৪ সালে হারটি ৪৪ শতাংশ হয়েছে৷ আর ২০২২ সালে প্রতি তিনজন জার্মানের একজন (৩৩ শতাংশ) জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন৷ এখন সেই হার ২৫ শতাংশের নিচে নেমে গেছে৷
৫৩টি দেশে গবেষণাটি পরিচালিত হয়৷ এরমধ্যে গণতান্ত্রিক দেশ ছাড়াও স্বৈরতন্ত্র আছে এমন দেশও আছে৷ এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষ বাস করেন৷ গবেষণার মাধ্যমে গণতন্ত্র, সরকারের অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জানার চেষ্টা করা হয়৷
বিশ্বব্যাপী সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে যুদ্ধ ও সহিংসতাকে৷ এরপর আছে দারিদ্র, ক্ষুধা এবং তারপর জলবায়ু পরিবর্তন৷
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মনে করেন, তাদের সরকার অল্প কিছু মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছে৷ গণতান্ত্রিক, অগণতান্ত্রিক উভয় দেশের ক্ষেত্রেই একথা প্রযোজ্য৷ গত চার বছরে এমন উপলব্ধি সবচেয়ে বেশি ছিল ল্যাটিন অ্যামেরিকায়, এশিয়ায় ছিল সবচেয়ে কম, আর ২০২০ সাল থেকে ইউরোপে এটা ক্রমে বেড়েছে- বিশেষ করে জার্মানিতে৷
রিচার্ড কনর/জেডএইচ