জার্মানদের নগদ টাকায় কেনাকাটার ‘ঝোঁক'
১৪ অক্টোবর ২০২৪বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)-র প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে জার্মানির বাসিন্দারা মাথাপিছু গড়ে ৩০৪টি ইলেক্ট্রনিক পেমেন্ট, অর্থাৎ, কার্ড ব্যবহার করে কেনাকাটা করেছেন। দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যানগুলি তৈরি করা হয়েছে।
বিসিজি-র দেয়া তথ্য অনুযায়ী, এর ফলে জার্মানিতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও স্মার্টফোনের ব্যবহার তৃতীয় স্থানে নেমে এসেছে। নরওয়েতে মাথাপিছু সর্বাধিক ইলেকট্রনিক পেমেন্ট এর লেনদেন ছিল। নরওয়েতে প্রত্যেক ব্যক্তি গড়ে ৮১৫, লুক্সেমবুর্গ ৭৫৩, আয়ারল্যান্ড ৭০৫ ও ডেনমার্ক ৬৭৫ বার করে ইলেক্ট্রনিক পেমেন্ট করেছেন।
শুধুমাত্র ইতালির ভোক্তারা ১৯৪, মাল্টা ২৪৩, স্পেন ২৮৮ ও অস্ট্রিয়ায় গত বছর মাথাপিছু ৩০০টি করে ইলেক্ট্রনিক পেমেন্ট করে জার্মানির পেছনে অবস্থান করছে।
এর মাঝেই জার্মানিতে নগদ অর্থের লেনদেন হ্রাস পাচ্ছে। ২০০৮ সালে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসব্যাংকের বার্ষিক সমীক্ষা অনুসারে নগদ ব্যবহারের হার ছিল ৮৩% । ২০২৩ এর জুলাইতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই হার ১% এ নেমে এসেছে।
বিসিজির আর্থিক বিশেষজ্ঞরা আশা করছেন যে, আগামী বছরগুলিতে ইলেক্ট্রনিক পেমেন্ট পদ্ধতির অংশ বিশ্বব্যাপী বৃদ্ধি পেতে থাকবে।
তবে ক্রেডিট কার্ড সংস্থাগুলি, পেমেন্ট পরিষেবা সরবরাহকারী, পেমেন্ট অ্যাপ সরবরাহকারী ও ব্যাংকগুলির লাভ এর পরিমাণ কমে আসবে। গ্রুপটি গত বছর বিশ্বব্যাপী আর্থিক সংস্থাগুলির আয় ১.৮ ট্রিলিয়ন ডলার অনুমান করেছে, যা গত পাঁচ বছরে ৯% বৃদ্ধি পেয়েছে। বিসিজি পূর্বাভাস অনুসারে ২০২৮ সালের মধ্যে, এটি ৫% বার্ষিক প্রবৃদ্ধিতে নেমে যেতে পারে, কারণ বৈদ্যুতিক অর্থপ্রদানের বাজার তার সীমার কাছাকাছি।
এসএইচ/এসিবি (ডিপিএ)