1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে মায়ের দুধে তেজস্ক্রিয়তার অস্তিত্ব

১ মে ২০১১

জাপানের ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার রেশ এবার পাওয়া গেছে মায়ের দুধেও৷ টোকিও এবং ফুকুশিমাসহ পাঁচটি জেলার ২৩ জন নারীর মধ্যে সাত জনের দুধেই ধরা পড়েছে তেজস্ক্রিয়তার উপস্থিতি৷

https://p.dw.com/p/1174a
ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রের একাংশছবি: picture alliance/abaca

১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমা ডাইচি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছে মানুষ৷ কারণ ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রের নিকটস্থ এলাকায় বেশ কিছু সব্জি, মাছ এবং গরুর দুধে এতোদিন পাওয়া গেছে তেজস্ক্রিয়তার অস্তিত্ব৷ এছাড়া ঐ পরমাণু স্থাপনার দুই কর্মীকেও তেজস্ক্রিয়তায় অসুস্থ অবস্থায় মার্চের শেষ দিকে হাসপাতালে ভর্তি করা হয়৷ তাদের পায়ে বেটা রশ্মির সংক্রমণে ক্ষত দেখা গেছে৷

এছাড়া ঐ কারখানার ২১ জন কর্মীর দেহে তেজস্ক্রিয়তার ফলাফল প্রকাশ করেছে মালিক প্রতিষ্ঠান টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি - টেপকো৷ এদের মধ্যে শুধু দু'জন কর্মীর দেহে ২০০ মিলিসিভের্টস এর বেশি তোজস্ক্রিয়তা ধরা পড়েছে৷ বাকি কর্মীদের মধ্যে আট জনের দেহে ১৫০ থেকে ২০০ মিলিসিভের্টস এবং এগারো জনের দেহে ১০০ থেকে ১৫০ মিলিসিভের্টস তেজস্ক্রিয়তার মাত্রা বলে জানালো টেপকো৷ ১৫০ মিলিসিভের্টস এর বেশি মাত্রার তেজস্ক্রিয়তাবাহী কর্মীদেরকে ইতিমধ্যে কারখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷

অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান পরমাণু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর মন্ত্রিসভার সাফল্যের ব্যাপারে সাফাই গাইলেও তাঁর নিয়োজিত পরমাণু বিষয়ক বিশেষ উপদেষ্টা টোশিসো কোসাকো পদত্যাগ করেছেন৷ মার্চ মাসের মাঝামাঝি সময় টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোসাকোসহ পাঁচ জন বিশেষজ্ঞকে মন্ত্রিসভার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল৷ কিন্তু ইতিমধ্যে তিনি সরকারের গৃহীত পদক্ষেপকে বিলম্বিত বলে সমালোচনা করেন৷ শেষ পর্যন্ত তাঁর সুপারিশমালা বাস্তবায়ন করা হচ্ছে না, এমন কারণ উল্লেখ করে পদত্যাগ করলেন কোসাকো৷

কোসাকোর পদত্যাগ প্রধানমন্ত্রী কান এর জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা৷ তবে কান বলছেন, অন্যান্য বিজ্ঞানীদের সাথে তাঁর মতপার্থক্যের কারণেই তিনি পদত্যাগ করেছেন৷ তবে কোসাকোর পদত্যাগের কারণ যা-ই হোক না কেন, পরমাণু তেজস্ক্রিয়তার বিরুদ্ধে যুদ্ধে হিমশিম খেতে হচ্ছে কান প্রশাসনকে - তা বেশ স্পষ্ট৷ আর এবার মায়ের দুধে তেজস্ক্রিয়তা ধরা পড়ায় উদ্বেগের মাত্রা আরো একটু বাড়ল বলে আশঙ্কা বিশেষজ্ঞদের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম