জান্তার বিরুদ্ধে লড়তে প্রশিক্ষণ নিচ্ছেন মিয়ানমারের তরুণেরা
মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়তে জঙ্গলে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন দেশটির তরুণেরা৷
শুরুর কথা
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা সরকার৷ এর দুই মাস পর এপ্রিলে বামার পিপলস লিবারেশন আর্মি, বিপিএলএ গঠিত হয়৷ একসময়ের যুদ্ধবিরোধী কবি মাউং সাউংখা এর (বামে) নেতৃত্বে আছেন৷ মিয়ানমার সেনার বিরুদ্ধে লড় বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বিপিএলএ৷ মিয়ানমারের একটি এথনিক গোষ্ঠী হচ্ছে বামার৷
প্রশিক্ষণ
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকার জঙ্গলে বিপিএলএতে নিয়োগ পাওয়া তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়৷
কারা প্রশিক্ষণ নিচ্ছেন
তিনমাসের প্রশিক্ষণে অংশ নেয়াদের বেশিরভাগের বয়স ২০-এর আশেপাশে৷ রাঁধুনী থেকে শুরু করে সাবেক সাংবাদিক, ব়্যাপার, কবিসহ সমাজের বিভিন্ন শ্রেণির তরুণ প্রশিক্ষণ নিচ্ছেন৷
কী শেখানো হয়?
অস্ত্র চালনা শেখানোসহ রাজনৈতিক শিক্ষাও দেওয়া হয়৷ শৃঙ্খলা শেখাতে ভুলের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়৷ ভোর ৪টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত প্রশিক্ষণ চলে৷ রোববার সাপ্তাহিক ছুটির দিন৷
গর্ব
২৫ বছরের নারী মা চেলকে দেখা যাচ্ছে৷ প্রশিক্ষণ শেষে এখন তিনি রিক্রুটমেন্ট ও স্ক্রিনিং বিভাগের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷ নিজের কাজ নিয়ে গর্ববোধ করেন তিনি৷
নিহত
২০২১ সালে গঠনের পর থেকে এখন পর্যন্ত বিপিএলএর ২০ জনের বেশি সদস্য যুদ্ধে মারা গেছেন বলে গোষ্ঠীর নেতারা জানিয়েছেন৷